নিখোঁজের ১০ দিন পর কিশোরীর সন্ধান মিলল গাজীপুরে প্রাক্তন স্বামীর বাসায় কুষ্টিয়া | ৩ আগস্ট ২০২৫ —
কুষ্টিয়ার কুমারখালীর মরা কালিগঙ্গা নদীতে নিখোঁজ হওয়ার ১০ দিন পর কিশোরী সোহানা খাতুনকে (১৮) পাওয়া গেছে গাজীপুরে তার প্রাক্তন স্বামীর বাসায়। বুধবার (৩০ জুলাই) রাতে সে নিজেই ফোন করে তার অবস্থান জানান।
সোহানার বাড়ি কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম কারিগর পাড়ায়। তার বাবা গোলাম মওলা ও মা শিরিনা খাতুন।
২০ জুলাই দুপুর ২টার দিকে নদীতে গোসলে নামার পর থেকে নিখোঁজ ছিলেন সোহানা। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালায়।
এলাকাবাসী ধারণা করেছিল, সোহানা হয়তো নদীতে ডুবে গেছে। এক প্রত্যক্ষদর্শী নারী জানান, তাকে গামলা হাতে নদীর পাড়ে দেখা গিয়েছিল, পরে আর দেখা যায়নি।
বুধবার রাতে হঠাৎ সোহানা তার মায়ের মোবাইলে কল করে জানায়, সে গাজীপুরে তার প্রাক্তন স্বামীর কাছে রয়েছে। জানা গেছে, প্রায় দেড় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং এরপর প্রাক্তন স্বামী গোপনে আরেকটি বিয়ে করেন।
এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, “প্রথমে পরিবারের পক্ষ থেকে নদীতে ডুবে নিখোঁজ হওয়ার তথ্য জানানো হয়েছিল। পরে জানা গেছে, সে জীবিত এবং গাজীপুরে রয়েছে।”
এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনা। স্থানীয় প্রশাসন ও পরিবার সূত্র বলছে, বিষয়টি নিয়ে আর কোনো অভিযোগ না থাকায় আপাতত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
— মাহমুদুল হাসান/ সালেহ/ তাবাসসুম
মাহমুদুল হাসান 



























