সিলেট নগরীকে ধাপে ধাপে ভিক্ষুকমুক্ত করা হবে: সিসিক প্রধান নির্বাহী
সিলেট | ০৩ আগস্ট ২০২৫ — ভিক্ষাবৃত্তিকে ধর্মীয় ও সামাজিক ব্যাধি উল্লেখ করে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, নগরবাসীর সহায়তায় ও সরকারি কর্মসূচির মাধ্যমে সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুকমুক্ত করা হবে।
রবিবার (৩ আগস্ট) দুপুরে সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্সের শেখঘাট কার্যালয়ে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায়” উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রাফিন বলেন, “ভিক্ষাবৃত্তি শুধুমাত্র অর্থনৈতিক নয়, এটি একটি আত্মমর্যাদা ও মানবিকতার প্রশ্ন। আমরা চাই, যারা আজ ভিক্ষাবৃত্তিতে জড়িত, তারা যেন পুনরায় সমাজের মূলধারায় ফিরতে পারে। এজন্য আমরা কর্মমুখী প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে সহযোগিতা করছি।”
পুনর্বাসনের জন্য যেসব উপকরণ বিতরণ করা হয়:
-
২টি ব্যাটারি চালিত রিকশা
-
৬টি চায়ের দোকানের সরঞ্জামসহ ভ্যান গাড়ি
-
৭টি সেলাই মেশিন
এসব উপকরণ বিতরণ করা হয় নির্বাচিত প্রাক্তন ভিক্ষুকদের মধ্যে, যারা শর্তসাপেক্ষে ব্যবসা বা পেশায় নিজেকে নিয়োজিত রাখতে সম্মত হয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক। সঞ্চালনা করেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মো. আবু নাসের, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. রমজান আলী, সিনিয়র সাংবাদিক ও সিলেট বধির সংঘের সভাপতি এম আহমদ আলী, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এবং শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা।
ভবিষ্যত পরিকল্পনা
সিসিক প্রধান নির্বাহী জানান, ভিক্ষাবৃত্তি প্রতিরোধে শুধু পুনর্বাসন নয়, বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে এই কর্মসূচি ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে। “এটি একটি চলমান প্রক্রিয়া”, বলেন তিনি।
সিলেটের সমাজ উন্নয়নে নতুন দৃষ্টান্ত
সিলেট নগরীকে ভিক্ষুকমুক্ত করার এমন উদ্যোগ সারা দেশে একটি মডেল হিসেবে কাজ করবে বলে মনে করছেন স্থানীয় উন্নয়নকর্মীরা। তারা বলেন, শুধু সাহায্য নয়— কর্মমুখী জীবনে ফিরিয়ে আনা সামাজিক পুনর্গঠনের কার্যকর উপায়।
— সালেহ আহমদ (স’লিপক)/ মাহমুদুল/ তাবাসসুম



























