সাতক্ষীরায় শহীদ আসিফ স্মৃতি পাঠাগার উদ্বোধন
সাতক্ষীরা | ০৩ আগস্ট ২০২৫ — সাতক্ষীরায় শহীদ আসিফ স্মৃতি পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে সাতক্ষীরা সরকারি কলেজ লাইব্রেরি রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন। সভাপতিত্ব করেন কলেজ শিবির সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মো. মাসুদুজ্জামান।
প্রধান বক্তা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, “এই পাঠাগার শিক্ষার্থীদের শহীদের আত্মত্যাগ সম্পর্কে জানাবে এবং তাদের মধ্যে মানবিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন। অনুষ্ঠানে শহীদ আসিফের ভাই মো. রাকিব হোসেনসহ স্থানীয় ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নোমান হোসেন বলেন, “শহীদ আসিফ ছিলেন একটি আদর্শের নাম। এই পাঠাগার তার স্মৃতিকে ধারণ করে শিক্ষার্থীদের আলোয় আলোকিত করবে।”
অনুষ্ঠান শেষে কলেজ অধ্যক্ষের দোয়া ও মোনাজাতে পাঠাগারটির শুভ উদ্বোধন সম্পন্ন হয়।
— আনিছুর রহমান/ সালেহ/ তাবাসসুম
আনিছুর রহমান 




























