সখীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
সখীপুর, টাঙ্গাইল | ০৩ আগস্ট ২০২৫ —
টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে কাকলী আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জেলখানা মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কাকলী আক্তার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের ছবুর আলীর মেয়ে। তিনি দুই সন্তানের জননী।
পুলিশ ও নিহতের ছেলের বরাতে জানা গেছে, পারিবারিক তুচ্ছ ঘটনার জেরে স্বামী মেহেদী হাসানের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি কাকলীকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে কাকলী গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মেহেদী পলাতক রয়েছেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।”
— আহমেদ সাজু/ এস এম মেহেদী
আহমেদ সাজু 



























