12:45 pm, Sunday, 23 November 2025

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে এক মাসের কারাদণ্ড

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে এক মাসের কারাদণ্ড

লালমনিরহাট |০২ আগষ্ট ২০২৫ —

লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে শিপন (৩৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার জগতবেড় ইউনিয়নের বাংলা বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিপন দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করছিলেন। তার এ কার্যকলাপ “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” লঙ্ঘনের আওতায় পড়ায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি মির্জারকোট এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

অভিযানকালে নিরাপত্তা সহায়তায় ছিলেন পাটগ্রাম থানা পুলিশের একটি দল, যার নেতৃত্বে ছিলেন এসআই হামিদুর রহমান।

পাটগ্রাম ইউএনও উত্তম কুমার দাশ বলেন,

“নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে। পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

— কল্লোল আহমেদ / তাবাসসুম/  এস এম মেহেদী

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে এক মাসের কারাদণ্ড

Update Time : 09:32:05 pm, Saturday, 2 August 2025

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে এক মাসের কারাদণ্ড

লালমনিরহাট |০২ আগষ্ট ২০২৫ —

লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে শিপন (৩৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার জগতবেড় ইউনিয়নের বাংলা বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিপন দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করছিলেন। তার এ কার্যকলাপ “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” লঙ্ঘনের আওতায় পড়ায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি মির্জারকোট এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

অভিযানকালে নিরাপত্তা সহায়তায় ছিলেন পাটগ্রাম থানা পুলিশের একটি দল, যার নেতৃত্বে ছিলেন এসআই হামিদুর রহমান।

পাটগ্রাম ইউএনও উত্তম কুমার দাশ বলেন,

“নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে। পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

— কল্লোল আহমেদ / তাবাসসুম/  এস এম মেহেদী