মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ৪৫তম মাসিক খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন
মৌলভীবাজার | ০১ আগষ্ট ২০২৫ —
জেলার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা দিয়ে আসছে মোঃ মাসুদ ফাউন্ডেশন। সেই ধারাবাহিকতায় শুক্রবার (১ আগস্ট) ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪৫তম মাসিক খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক অসচ্ছল সুবিধাভোগীর মাঝে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, সাবেক পৌর কাউন্সিলর মোঃ মাসুদ এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন তার সহধর্মিণী ও ফাউন্ডেশনের আরেক পৃষ্ঠপোষক নাহিদা মাসুদ।
মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প
অনুষ্ঠানে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও কবি সালেহ আহমদ (স’লিপক) এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন:
-
সিনিয়র ফটো সাংবাদিক কৃষ্ণ দাস
-
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ
-
সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলম
-
দপ্তর সম্পাদক রুশেদ আলম
-
মহিলা বিষয়ক সম্পাদক রাজনীন মোহাম্মদ
-
কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক শাহ আলম, নাদিয়া মোহাম্মদ, নাদিম মোহাম্মদ, নাঈম মিয়া, ও মোঃ ফাহিম।
ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, তাদের লক্ষ্য ”মানবিকতা ও দায়বদ্ধতার ভিত্তিতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো।” প্রতি মাসেই এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা।
ভবিষ্যৎ পরিকল্পনা
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, শুধুমাত্র খাদ্যসামগ্রী নয়, ভবিষ্যতে শিক্ষা উপকরণ, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগকালে জরুরি সহায়তা কর্মসূচিও গ্রহণের পরিকল্পনা রয়েছে।
— মোঃ সালেহ আহমদ (স’লিপক) / তাবাসসুম/ এস এম মেহেদী
মোঃ সালেহ আহমদ (স'লিপক) 


























