1:54 pm, Sunday, 23 November 2025

জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলা করবে জামায়াত

  • Reporter Name
  • Update Time : 08:22:00 pm, Thursday, 31 July 2025
  • 62 Time View

জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলা করবে জামায়াত

ঢাকা | ৩১ জুলাই ২০২৫  —

জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ২৩তম দিনের সংলাপের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের এ কথা বলেন।

তাহের বলেন,

“বিএনপি বলছে, সনদের আইনি ভিত্তি নেই। কিন্তু আমরা মনে করি, প্রতিশ্রুতি নয়, সনদের বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি আবশ্যক। তা না হলে এটি মূল্যহীন হবে। তাই আমরা স্পষ্ট করছি—আইনি ভিত্তি না দিলে আমরা কমিশন ও সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করব।”

তিনি বলেন,

“নিম্নকক্ষ ও উচ্চকক্ষে ভোটের অনুপাত (পিআর) চাই। ৫৪ বছরের দলীয় নির্বাচনী ব্যবস্থায় ভোট ডাকাতি, কারচুপি, ভুয়া নির্বাচন ও ভোটারবিহীন নির্বাচন প্রাতিষ্ঠানিক অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। সারা বিশ্বে প্রায় ৯০টি দেশে পিআর পদ্ধতি রয়েছে। বাংলাদেশেও এটাই সময়ের দাবি।”

উচ্চকক্ষ গঠনের পক্ষে জোর

তাহের বলেন,

“উচ্চকক্ষ একটি ‘ব্যালেন্স অব অথরিটি’। নিম্নকক্ষে হবে আইন প্রণয়ন, আর উচ্চকক্ষে থাকবে গাইডিং ও কন্ট্রোলিং ভূমিকা। এটা শুধু জামায়াত নয়, অনেক দলের দাবি।”

তিনি আরও বলেন,

“আমরা এত সময়, ব্যয় ও শ্রম দিয়ে সংলাপে অংশ নিচ্ছি, আপনারা কাভার করছেন—কিন্তু আইনি ভিত্তি না থাকলে এগুলোর কোনো মূল্য থাকবে না। এমনকি সনদে সই করারও অর্থ থাকবে না।”

প্রহসনের আশঙ্কা

তিনি বলেন,

“আইনি ভিত্তি ছাড়া এই চার্টার জিরো হবে। আমরা বলেছি, আইনগত ভিত্তি ছাড়া সই করব না। এই সরকারের মেয়াদেই এটি কার্যকর করতে হবে। কাল থেকেই এটা সম্ভব। যদি সরকার আইনি ভিত্তি না দেয়, তাহলে আমরা এই সংস্কার প্রক্রিয়াকে অসমাপ্ত বলে মনে করব।”

তাহের আরও বলেন,

“‘নোট অব ডিসেন্ট’ গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। কেউ না বলতে পারেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ পক্ষে থাকলে সেটিই গ্রহণযোগ্য হয়। যারা বলছেন, এখন আইনি ভিত্তি দেওয়া যাবে না, তারা জাতিকে বিভ্রান্ত করছেন।”

 

— এস এম মেহেদী হাসান / তাবাসসুম/ সালেহ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলা করবে জামায়াত

Update Time : 08:22:00 pm, Thursday, 31 July 2025

জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলা করবে জামায়াত

ঢাকা | ৩১ জুলাই ২০২৫  —

জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ২৩তম দিনের সংলাপের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের এ কথা বলেন।

তাহের বলেন,

“বিএনপি বলছে, সনদের আইনি ভিত্তি নেই। কিন্তু আমরা মনে করি, প্রতিশ্রুতি নয়, সনদের বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি আবশ্যক। তা না হলে এটি মূল্যহীন হবে। তাই আমরা স্পষ্ট করছি—আইনি ভিত্তি না দিলে আমরা কমিশন ও সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করব।”

তিনি বলেন,

“নিম্নকক্ষ ও উচ্চকক্ষে ভোটের অনুপাত (পিআর) চাই। ৫৪ বছরের দলীয় নির্বাচনী ব্যবস্থায় ভোট ডাকাতি, কারচুপি, ভুয়া নির্বাচন ও ভোটারবিহীন নির্বাচন প্রাতিষ্ঠানিক অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। সারা বিশ্বে প্রায় ৯০টি দেশে পিআর পদ্ধতি রয়েছে। বাংলাদেশেও এটাই সময়ের দাবি।”

উচ্চকক্ষ গঠনের পক্ষে জোর

তাহের বলেন,

“উচ্চকক্ষ একটি ‘ব্যালেন্স অব অথরিটি’। নিম্নকক্ষে হবে আইন প্রণয়ন, আর উচ্চকক্ষে থাকবে গাইডিং ও কন্ট্রোলিং ভূমিকা। এটা শুধু জামায়াত নয়, অনেক দলের দাবি।”

তিনি আরও বলেন,

“আমরা এত সময়, ব্যয় ও শ্রম দিয়ে সংলাপে অংশ নিচ্ছি, আপনারা কাভার করছেন—কিন্তু আইনি ভিত্তি না থাকলে এগুলোর কোনো মূল্য থাকবে না। এমনকি সনদে সই করারও অর্থ থাকবে না।”

প্রহসনের আশঙ্কা

তিনি বলেন,

“আইনি ভিত্তি ছাড়া এই চার্টার জিরো হবে। আমরা বলেছি, আইনগত ভিত্তি ছাড়া সই করব না। এই সরকারের মেয়াদেই এটি কার্যকর করতে হবে। কাল থেকেই এটা সম্ভব। যদি সরকার আইনি ভিত্তি না দেয়, তাহলে আমরা এই সংস্কার প্রক্রিয়াকে অসমাপ্ত বলে মনে করব।”

তাহের আরও বলেন,

“‘নোট অব ডিসেন্ট’ গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। কেউ না বলতে পারেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ পক্ষে থাকলে সেটিই গ্রহণযোগ্য হয়। যারা বলছেন, এখন আইনি ভিত্তি দেওয়া যাবে না, তারা জাতিকে বিভ্রান্ত করছেন।”

 

— এস এম মেহেদী হাসান / তাবাসসুম/ সালেহ