12:32 pm, Sunday, 23 November 2025

টরন্টোতে বিশ্ব কবিমঞ্চের আড্ডা, কথা ও গানে সন্ধ্যা মাতলো

টরন্টোতে বিশ্ব কবিমঞ্চের আড্ডা, কথা ও গানে সন্ধ্যা মাতলো

টরন্টো, কানাডা | ২৯ জুলাই ২০২৫  — কবিতা, গান ও আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল কানাডার টরন্টো ফিল্ম ফোরাম মিলনায়তন। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত হয় বিশ্ব কবিমঞ্চ টরন্টো শাখার আয়োজনে এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক সন্ধ্যা—‘আড্ডা, কথা ও গান’। কেন্দ্রবিন্দুতে ছিলেন ছায়ানটের শিক্ষার্থী, রবীন্দ্রসংগীত শিল্পী এবং বাংলাদেশ বিমানের পাইলট (ক্যাপ্টেন) শোয়েব চৌধুরী।

বিশ্ব কবিমঞ্চ টরন্টো শাখার সভাপতি সৈয়দা রোখসানা বেগম এবং সাধারণ সম্পাদক মাহমুদ কাউসার টিসার যৌথ সঞ্চালনায় সন্ধ্যাটি পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসবে। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট চিত্রকর ও লেখক সৈয়দ ইকবাল।

👉 “নায়িকার বিয়ে করার ইচ্ছা ‘ভালো হুজুরকে’ — মিথ্যাবাদী ইমামদের বিরুদ্ধে মুখ খুললেন সাংবাদিক!”

সাংস্কৃতিক মেলবন্ধনে টরন্টোর প্রাণ

এ আয়োজনে অংশগ্রহণ করেন এনআরবি টিভির কর্ণধার শহিদুল ইসলাম মিন্টু, সংগীতশিল্পী এনামুল কবীর, নাহিদ কবীর কাকলী, শহীদ খন্দকার টুকু, শিখা রউফ, ফারজানা চৌধুরী বিন্দু, শারমীন শরীফ, নাট্যকার হাবীবুল্লাহ দুলাল, লেখক সাদী আহমেদ, দেলওয়ার এলাহী, জসিম মল্লিক, মেরী রাশেদীনসহ আরও অনেকে। উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের সাবেক কর্মকর্তারা এবং টরন্টোর বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিপ্রেমী মানুষ।

শোয়েব চৌধুরী পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত ও ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকপাত। তার গানের সাবলীল উপস্থাপনা আর কথার আবেগমাখা বহিঃপ্রকাশ শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।

শিল্প ও সাহিত্যচর্চায় প্রবাসের অবদান

এই আয়োজন প্রমাণ করে, প্রবাসে থেকেও বাংলা সাহিত্য, গান ও সংস্কৃতিকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক সমাজ নির্মাণ করা সম্ভব। বিশ্ব কবিমঞ্চের এই ধরনের অনুষ্ঠান বাংলা সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রবাসীদের জন্য এক বড় অবলম্বন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলা সংস্কৃতির সেতুবন্ধ তৈরি হয়। এই আড্ডা শুধুই বিনোদনের উপলক্ষ নয়, বরং এটি সংস্কৃতি চর্চার অন্যতম মাধ্যম হিসেবেই বিবেচিত।

— মোঃ সালেহ আহমদ / তাবাসসুম/ এস এম মেহেদী

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

টরন্টোতে বিশ্ব কবিমঞ্চের আড্ডা, কথা ও গানে সন্ধ্যা মাতলো

Update Time : 07:24:03 pm, Tuesday, 29 July 2025

টরন্টোতে বিশ্ব কবিমঞ্চের আড্ডা, কথা ও গানে সন্ধ্যা মাতলো

টরন্টো, কানাডা | ২৯ জুলাই ২০২৫  — কবিতা, গান ও আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল কানাডার টরন্টো ফিল্ম ফোরাম মিলনায়তন। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত হয় বিশ্ব কবিমঞ্চ টরন্টো শাখার আয়োজনে এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক সন্ধ্যা—‘আড্ডা, কথা ও গান’। কেন্দ্রবিন্দুতে ছিলেন ছায়ানটের শিক্ষার্থী, রবীন্দ্রসংগীত শিল্পী এবং বাংলাদেশ বিমানের পাইলট (ক্যাপ্টেন) শোয়েব চৌধুরী।

বিশ্ব কবিমঞ্চ টরন্টো শাখার সভাপতি সৈয়দা রোখসানা বেগম এবং সাধারণ সম্পাদক মাহমুদ কাউসার টিসার যৌথ সঞ্চালনায় সন্ধ্যাটি পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসবে। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট চিত্রকর ও লেখক সৈয়দ ইকবাল।

👉 “নায়িকার বিয়ে করার ইচ্ছা ‘ভালো হুজুরকে’ — মিথ্যাবাদী ইমামদের বিরুদ্ধে মুখ খুললেন সাংবাদিক!”

সাংস্কৃতিক মেলবন্ধনে টরন্টোর প্রাণ

এ আয়োজনে অংশগ্রহণ করেন এনআরবি টিভির কর্ণধার শহিদুল ইসলাম মিন্টু, সংগীতশিল্পী এনামুল কবীর, নাহিদ কবীর কাকলী, শহীদ খন্দকার টুকু, শিখা রউফ, ফারজানা চৌধুরী বিন্দু, শারমীন শরীফ, নাট্যকার হাবীবুল্লাহ দুলাল, লেখক সাদী আহমেদ, দেলওয়ার এলাহী, জসিম মল্লিক, মেরী রাশেদীনসহ আরও অনেকে। উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের সাবেক কর্মকর্তারা এবং টরন্টোর বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিপ্রেমী মানুষ।

শোয়েব চৌধুরী পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত ও ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকপাত। তার গানের সাবলীল উপস্থাপনা আর কথার আবেগমাখা বহিঃপ্রকাশ শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।

শিল্প ও সাহিত্যচর্চায় প্রবাসের অবদান

এই আয়োজন প্রমাণ করে, প্রবাসে থেকেও বাংলা সাহিত্য, গান ও সংস্কৃতিকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক সমাজ নির্মাণ করা সম্ভব। বিশ্ব কবিমঞ্চের এই ধরনের অনুষ্ঠান বাংলা সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রবাসীদের জন্য এক বড় অবলম্বন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলা সংস্কৃতির সেতুবন্ধ তৈরি হয়। এই আড্ডা শুধুই বিনোদনের উপলক্ষ নয়, বরং এটি সংস্কৃতি চর্চার অন্যতম মাধ্যম হিসেবেই বিবেচিত।

— মোঃ সালেহ আহমদ / তাবাসসুম/ এস এম মেহেদী