নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বৈষম্যবিরোধী নেত্রী ।
চরফ্যাশন, ভোলা| ২৭ জুলাই ২০২৫ — নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রেমিকের বিরুদ্ধে বিয়ের দাবিতে পাঁচদিন ধরে অনশন করছেন এক কিশোরী। যিনি নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক’ বলে দাবি করছেন। ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদরাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র বলছে, এই কিশোরী দীর্ঘদিন ধরে ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলন চলাকালে ছাত্রলীগ ঘনিষ্ঠ এক যুবকের সঙ্গে তার পরিচয়, যা পরে প্রেমে রূপ নেয়। বর্তমানে প্রেমিক বিয়েতে অনাগ্রহ দেখালে বিয়ের দাবিতে অনশনে বসেন মেয়েটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন,
“তরুণী যদি থানায় বা উপজেলায় লিখিত অভিযোগ দেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অনশনে প্রেমিকা, অস্বীকারে প্রেমিক
কিশোরী জানান,
“আমার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছে সে। এখন সে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই বাধ্য হয়ে অনশনে বসেছি।”
তরুণী আরো বলেন, সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল, তবে ব্যবহারিক পরীক্ষা না দেওয়ায় অকৃতকার্য হয়েছে। প্রেমিক তরুণ নিষিদ্ধ ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত বলেও তার অভিযোগ।
পরিবারের পাল্টা অভিযোগ
অন্যদিকে অভিযুক্ত ছাত্রনেতার পরিবারের দাবি,
“আমাদের ছেলে নির্দোষ। একটি চক্র ষড়যন্ত্র করে তাকে ফাঁসাতে চাইছে।”
এই অনশনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও বিভক্তি সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে কেউ সমর্থন করছেন মেয়েটিকে, কেউ বা এটিকে ‘রাজনৈতিক ফাঁদ’ বলেও অভিহিত করছেন।
প্রেক্ষাপট ও উদ্বেগ
বাংলাদেশে ছাত্র রাজনীতিকে ঘিরে ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার নিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। এ ঘটনায়ও রাজনৈতিক সংগঠনের নাম জড়িয়ে পড়ায় আলোচনায় এসেছে নৈতিকতা ও নেতৃত্বের দায়বদ্ধতা।
— মাহমুদুল হাসান/ তাবাসসুম/ সালেহ
Reporter Name 



























