চাঁদাবাজির মামলায় চার ছাত্রনেতার ৭ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা | ২৭ জুলাই ২০২৫ — সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনায় করা মামলায় চার ছাত্রনেতার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া ছাত্রনেতারা হলেন:
-
আব্দুর রাজ্জাক রিয়াদ — বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক
-
সাকাদাউন সিয়াম
-
সাদমান সাদাব
-
মো. ইব্রাহিম হোসেন
এজাহারে অভিযোগ করা হয়, ১৭ জুলাই রিয়াদ ও কাজী গৌরব অপু নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে শাম্মী আহমেদের গুলশান-২ বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। টাকা না দিলে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং বাদীকে “স্বৈরাচারের দোসর” বলে অপমান করেন।
ভীত হয়ে বাদী ১০ লাখ টাকা প্রদান করেন। পরে ১৯ জুলাই ও ২৬ জুলাই পুনরায় টাকা তুলতে গেলে ২৬ জুলাই রাতে পুলিশ অভিযুক্তদের আটক করে। কাজী গৌরব অপু তখন পালিয়ে যান। শিশু অভিযুক্ত আমিনুল ইসলাম-এর বিচার হবে ভিন্ন আদালতে।
আসামিদের আজ আদালতে হাজির করা হলে উপস্থিত জনতা “চাঁদাবাজ” স্লোগান দিতে থাকে। গ্রেপ্তারকৃতরা এ সময় মাথা নিচু করে রাখে।
মামলার বাদী শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। তিনি গুলশান থানায় মামলা দায়ের করেন।
এই ঘটনায় ছাত্র রাজনীতি ও সমন্বয়ক নামধারী নেতাদের বিরুদ্ধে প্রভাব বিস্তার, অর্থ দাবি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ উঠে আসছে, যা উদ্বেগজনক।
— এস এম মেহেদী হাসান/ তাবাসসুম/ সালেহ
Reporter Name 




























