মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন ভাতা দিতে হবে: ড. ইকবাল হোসাইন ভূইয়া
সোনারগাঁও, নারায়ণগঞ্জ | ২৬ জুলাই ২০২৫ — নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া বলেছেন, “মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন-ভাতা দিতে হবে। কোরআনের সমাজ গঠন করতে হলে দেশের এসব গুরুত্বপূর্ণ শ্রেণিকে রাষ্ট্রীয় মর্যাদা ও সুরক্ষা দিতে হবে।”
শনিবার সকাল ৯টায় সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের একটি রেস্টুরেন্টে মসজিদের ইমাম ও কওমি শিক্ষকদের নিয়ে আয়োজিত এক প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া।
ড. ইকবাল বলেন, “এক সময় সোনারগাঁওয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আরবি বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু আজ এখানকার শিক্ষার অবস্থা করুণ। এখানে জাতীয়করণ করা দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাও সন্তোষজনক নয়। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে। এ বিষয়ে ইন্টেরিম সরকারের শিক্ষা উপদেষ্টা অঙ্গীকার দিয়েছেন।”
তিনি আরও বলেন, “জমি দখল, কলকারখানা দখল, গরু-ছাগল জবাই করে খাওয়ার মতো ঘটনাগুলো প্রতিদিন ঘটছে। এসব অন্যায় রোধে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে।”
অন্যান্য বক্তাদের বক্তব্য:
প্রধান অতিথির বক্তব্যের পাশাপাশি সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার। তিনি বলেন, “গুম, খুন, হত্যা ও রাহাজানি আগের চেয়ে অনেক বেড়েছে। যতদিন আল্লাহর আইন বাস্তবায়ন না হবে, এসব অপরাধ বন্ধ হবে না। ইসলামি রাষ্ট্র কায়েম করতে হলে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
জামায়াতে ইসলামী সোনারগাঁও দক্ষিণের সভাপতি মাহবুবুর রহমান বলেন, “নেতার বদল হলেও আদর্শের পরিবর্তন হয়নি। দখলবাণিজ্য এখনও থামেনি।”
জামায়াতে ইসলামী সোনারগাঁও উত্তর আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন, “ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আবার ইসলামি সমাজ গড়া সম্ভব।”
প্রীতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ডা. আবু বকর সিদ্দিক রোমান (সঞ্চালক), মাওলানা ইব্রাহিম (উপজেলা উত্তরের সেক্রেটারি),
মো. আসাদুল ইসলাম (দক্ষিণের সেক্রেটারি), মাওলানা শাহ আলম (আরবি প্রভাষক, গোপালদী মাদ্রাসা) রহমত উল্লাহ মাদানী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মহিউদ্দিন (প্রিন্সিপাল, বারদী নেছারিয়া আলিম মাদ্রাসা), মাওলানা আবু জাফর আতাউল্লাহ (সাবেক প্রিন্সিপাল, সাদিপুর মাদ্রাসা), দেওয়ান খোরশেদ আলম (জেলার কর্মপরিষদ সদস্য ও তদারককারী), মাওলানা কবির হোসাইন (প্রিন্সিপাল, তানযিমুল কোরআন মাদ্রাসা) অন্যান্য উলামায়ে কেরাম ও শিক্ষকবৃন্দ।
— মোশারফ হোসেন খসরু / তাবাসসুম/ সালেহ আহমদ
Reporter Name 
























