বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তিতে আগ্রহী ব্রাজিল
ব্রাসিলিয়া, ব্রাজিল | ২৬ জুলাই ২০২৫ — দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিল বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি আনুষ্ঠানিক চুক্তির আগ্রহ প্রকাশ করেছে। ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. তৌহিদুল ইসলাম-এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। (সূত্র: আইবিএননিউজ)
গত ২৩ জুলাই, ব্রাজিলের রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের চলমান অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বার্ষিক বাণিজ্য ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
বর্তমানে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। তবে উভয় দেশের ওপর যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং উচ্চ ট্যারিফের কারণে বাণিজ্যে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
রাষ্ট্রদূত ড. তৌহিদুল ইসলাম বৈঠকে প্রস্তাব করেন—
-
পারস্পরিক ট্যারিফ হ্রাস
-
ব্যাংকিং জটিলতা নিরসন (বিশেষত এলসি ইস্যুতে)
-
একটি যৌথ বাণিজ্য চুক্তি কাঠামো তৈরির উদ্যোগ
ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গালিপোলো রাষ্ট্রদূতের এই ধারণাপত্রের প্রশংসা করেন এবং বাংলাদেশের কাছে চুক্তির একটি সমঝোতা স্মারক (MoU) খসড়া পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জে বড় সম্ভাবনা
বাংলাদেশ শিগগিরই এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তরণ করছে। এই প্রেক্ষাপটে দক্ষিণ আমেরিকার বৃহৎ অর্থনৈতিক শক্তি ব্রাজিলের সঙ্গে চুক্তি দেশের রপ্তানি বাজার বহুমাত্রিক করতে সহায়ক হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি বছরের শেষ দিকে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-ব্রাজিল যৌথ বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
— হাকিকুল ইসলাম খোকন/ তাবাসসুম/ সালেহ আহমদ
Reporter Name 




























