র্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবাকে হামলা, মামলা তুলে নিতে হুমকি
ঝালকাঠি | ২৬ জুলাই ২০২৫ — র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের বাবা তোফাজ্জেল হোসেনকে (৫৫) মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত একটি মামলার অভিযোগ তুলে নিতে চাপ সৃষ্টি করতে এই হামলা চালানো হয়েছে।
তোফাজ্জেল হোসেন জানিয়েছেন, অভিযুক্তরা হচ্ছেন প্রতিবেশী ইব্রাহিম হাওলাদার ও আবদুল হাই। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে লিমন হোসেনের করা মামলাটি তুলে নেওয়ার হুমকি দেন। এতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়।
তোফাজ্জেল রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
লিমন হোসেন বলেন, “আমার পরিবারের ওপর পূর্বেও একাধিকবার হামলা হয়েছে। এবার আমার বাবাকে মারধর করা হয়েছে মামলা তুলে নেওয়ার জন্য। আমি এই ঘটনার বিচার চাই।”
এর আগে, ২০১১ সালের ২৩ মার্চ র্যাবের গুলিতে লিমনের বাঁ পা হারায়। তার পরিবারের সঙ্গে অভিযুক্তদের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। আদালত ২০১৯ সালে একটি মামলায় ইব্রাহিমকে দুই বছরের ও আবদুল হাইকে ছয় মাসের কারাদণ্ড দেন। ২০২৪ সালে জামিনে বেরিয়ে আসার পর তারা একাধিকবার হুমকি দিয়ে এসেছে বলে দাবি লিমন পরিবারের।
— সালেহ আহমদ/ তাবাসসুম/ এস এম মেহেদী
Reporter Name 



























