বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সোস্যাল ফাউন্ডেশন উজিরপুরে দোয়া মাহফিল
মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা, মৌলভীবাজার | ২৫ জুলাই ২০২৫ — রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর প্রশিক্ষণরত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী নিহত হন এবং অনেকে আহত হন। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উজিরপুরের সামাজিক সংগঠন সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ এশা বর্ণি ইউনিয়নের উজিরপুর ছমির উদ্দিন ও লেচু বেগম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন হয়। এতে মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র, শিক্ষক, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উজিরপুর জামে মসজিদের খতিব হাফেজ কাওছার আহমদ, ফাউন্ডেশনের সভাপতি সরওয়ার আহমদ, সহ-সভাপতি রাজু আহমদ ও বক্কর আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কোষাধ্যক্ষ জাকির হোসেন, রক্তদান বিষয়ক সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক তাহের আহমদ, সমাজকল্যাণ সম্পাদক কামিল হোসেন, এবং সদস্য সাজু আহমদ, সুফিয়ান আহমদ, ইমন হোসেন, একবার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এ দুর্ঘটনায় যেসব শিশু শিক্ষার্থী প্রাণ হারিয়েছে তা পুরো জাতির জন্য এক গভীর বেদনার বিষয়। শিক্ষক মাহারীন চৌধুরীর আত্মত্যাগ জাতির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান হাফেজ জুনেদ আহমদ। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করেন।
অনুষ্ঠান শেষে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়—এই শোকাবহ মুহূর্তে নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন, দোয়া এবং মানবিক সহমর্মিতা প্রকাশ করাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
— তাবাসসুম/সালেহ / এস এম মেহেদী
Reporter Name 


























