সোনারগাঁয়ে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ | ২৪ জুলাই ২০২৫ — নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে এক অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও সরকারি কলেজের পাশে নদীতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৬ বছর। এখনো তার পরিচয় শনাক্ত হয়নি।
বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে, কোথাও হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তদন্ত চলছে।”
প্রতিবেদক : মোশারফ হোসেন খসরু
— তাবাসসুম/সালেহ / মেহেদী
মোশারফ হোসেন খসরু 



























