দুমকিতে গাঁজাসহ দুই ব্যক্তি আটক: পুলিশের মাদকবিরোধী অভিযানে নতুন সাফল্য
দুমকি, পটুয়াখালী | ২৪ জুলাই ২০২৫ — পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে দুমকি থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজার সংলগ্ন একটি চা দোকানের সামনে থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—উত্তর মুরাদিয়া গ্রামের জিন্নাত আলী হাওলাদারের ছেলে মনির হোসেন (৪৬) এবং একই গ্রামের মৃত মফিজউল্লাহর ছেলে হাসমত উল্লাহ রুবেল (৪৪)। তাদের দেহ তল্লাশি করে মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (২৩ জুলাই) সকালে তাদের পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং যুবসমাজকে রক্ষা করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
মাদক নির্মূলের ক্ষেত্রে এমন ধারাবাহিক অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে বলেও জানান স্থানীয় সচেতন নাগরিকরা।
প্রতিবেদক : জাকির হোসেন হাওলাদার
— মিনারা আজমী/ তাবাসসুম/ সালেহ আহমদ
Reporter Name 




























