মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মৌলভীবাজারে মোমবাতি প্রজ্বলন
মৌলভীবাজার | ২১ জুলাই ২০২৫ — রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকসহ বহু প্রাণহানির ঘটনায় সারাদেশে শোক ছড়িয়ে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মৌলভীবাজার জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে আয়োজন করা হয় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন উদীচী জেলা সভাপতি জহরলাল দত্ত, সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ এবং ছাত্র ইউনিয়নের জেলা নেতারা।
নেতারা বলেন, “এই দুর্ঘটনা শুধু একটি দুঃখজনক ঘটনা নয়, এটি গোটা জাতিকে নাড়া দিয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের অকাল মৃত্যু ও একজন শিক্ষক কর্তৃক সাহসিকতার পরিচয় নতুনভাবে আমাদের শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কে ভাবাতে বাধ্য করেছে।”
তারা আরও বলেন, “শুধু স্মরণ নয়, এমন দুর্ঘটনা যেন আর না ঘটে—সেইজন্য জনসচেতনতা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা বাড়ানো এখন সময়ের দাবি।”
কর্মসূচির অংশ হিসেবে শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
— সালেহ/ তাবাসসুম/ মেহেদী হাসান
বিশ্বজিৎ নন্দী 
























