মাগুরায় বাস তল্লাশিতে প্রায় দুই হাজার ইয়াবাসহ এক যুবক আটক
মাগুরা | ২১ জুলাই ২০২৫ — মাগুরায় বাস তল্লাশির সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর অভিযানে প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। অভিযানে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম শাকিল (২৫)। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার দীঘিয়াদীঘি গ্রামের বাসিন্দা এবং নূরুল আমিনের পুত্র।
বুধবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে শহরের পারনান্দুয়ালী মডেল মসজিদের সামনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ এর মাগুরা-ঝিনাইদহ অঞ্চলের কোম্পানি কমান্ডার নাঈম আহমেদ।
জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন হিসেবে বাসের একটি আসনে বসা শাকিল নামের এক যাত্রীকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে ১,৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল ইয়াবা বহনের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ধরনের অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে। স্থানীয়রা র্যাবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
— সালেহ/ তাবাসসুম/ মেহেদী হাসান
মোঃ সাইফুল্লাহ 




























