কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা
বিরল, দিনাজপুর| ২১ জুলাই ২০২৫ — দিনাজপুরের বিরল উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সোহেল রানা (৩৫) নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মঙ্গলপুর চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা উপজেলার ফুলবাড়ি কাটিহারী এলাকার বাসিন্দা, বাবুল হকের পুত্র।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোহেল রানা মোটরসাইকেলে করে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান আসার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার মাঝখানে পড়ে যায়। কাভার্ড ভ্যান চালক তাকে বাঁচানোর চেষ্টা করলেও, অল্প সময়ের ব্যবধানে চাকার নিচে পিষ্ট হয়ে সোহেল ঘটনাস্থলেই প্রাণ হারান।
একই সময় কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেলে গাড়ির সামনের অংশে থাকা হেলপার গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছবুর ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান,
“মরদেহটি উদ্ধার করে রাস্তার যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ধরনের দুর্ঘটনা দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন তোলে। নিরাপদ মহাসড়ক নিশ্চিতে দ্রুতগামী যানবাহনের নিয়ন্ত্রণ এবং চালকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
প্রতিবেদক : মুরছালিন হোসেন
— সালেহ/ তাবাসসুম/ মেহেদী হাসান
মুরছালিন হোসেন 



























