1:54 pm, Sunday, 23 November 2025

এমিরেটস গ্রুপের বিশাল নিয়োগ পরিকল্পনা: ১৭ হাজার ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ

এমিরেটস গ্রুপের বিশাল নিয়োগ পরিকল্পনা: ১৭ হাজার ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক | ২৩ জুলাই ২০২৫ —

বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারলাইন গ্রুপ দুবাইভিত্তিক এমিরেটস চলতি বছরে ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগ দিতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির আওতাধীন এমিরেটস এয়ারলাইন এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’ এই বিশাল নিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ২২ জুলাই এক বিবৃতিতে এমিরেটস গ্রুপ জানিয়েছে, এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির মোট কর্মীসংখ্যা ১৪ শতাংশ বৃদ্ধি পাবে।

৩৫০টির বেশি পদে নিয়োগ

এবারের নিয়োগে রয়েছে পাইলট, কেবিন ক্রু, ইঞ্জিনিয়ার, সেই সঙ্গে কার্গো, ক্যাটারিং এবং গ্রাউন্ড হ্যান্ডেলিংসহ ৩৫০টিরও বেশি পদের জন্য কর্মী প্রয়োজন। শুধু ডিনাটা বিভাগেই নিয়োগ দেওয়া হবে ৪,০০০ জনেরও বেশি

বৈশ্বিক নিয়োগ কার্যক্রম

বিশ্বব্যাপী প্রতিভাবান কর্মী খোঁজার অংশ হিসেবে এমিরেটস গ্রুপ ঘোষণা দিয়েছে—

  • বছরজুড়ে ১৫০টি শহরে

  • ২,১০০টির বেশি ‘ওপেন ডে’ ও নিয়োগ ইভেন্ট আয়োজন করা হবে

এই প্রচেষ্টায় আন্তর্জাতিক দক্ষ কর্মীদের আকৃষ্ট করাই এমিরেটসের মূল লক্ষ্য।

দুবাইয়ের অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনার অংশ

এই ব্যাপক নিয়োগ উদ্যোগ দুবাইয়ের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনা ‘D33’-এর অংশ। এই পরিকল্পনার মাধ্যমে শহরটি বিশ্ব পর্যটন, রিয়েল এস্টেট ও বৈদেশিক বিনিয়োগে নেতৃত্ব দিতে চায়।

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ৮০ লাখ ৬৮ হাজার পর্যটক দুবাই পরিদর্শন করেছেন, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ বেশি

সম্ভাবনার দুয়ার

এমিরেটস গ্রুপের এই নিয়োগ উদ্যোগ কেবল সংযুক্ত আরব আমিরাত নয়—বিশ্বব্যাপী চাকরি খুঁজছেন এমন দক্ষ পেশাজীবীদের জন্য এক বিশাল সুযোগ। যাঁরা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও গ্লোবাল ক্যারিয়ারে আগ্রহী, তাঁদের জন্য এটি হতে পারে একটি নতুন দিগন্তের সূচনা।

— সালেহ/ তাবাসসুম/ কল্লোল আহমদ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

এমিরেটস গ্রুপের বিশাল নিয়োগ পরিকল্পনা: ১৭ হাজার ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ

Update Time : 10:27:19 am, Wednesday, 23 July 2025

এমিরেটস গ্রুপের বিশাল নিয়োগ পরিকল্পনা: ১৭ হাজার ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক | ২৩ জুলাই ২০২৫ —

বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারলাইন গ্রুপ দুবাইভিত্তিক এমিরেটস চলতি বছরে ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগ দিতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির আওতাধীন এমিরেটস এয়ারলাইন এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’ এই বিশাল নিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ২২ জুলাই এক বিবৃতিতে এমিরেটস গ্রুপ জানিয়েছে, এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির মোট কর্মীসংখ্যা ১৪ শতাংশ বৃদ্ধি পাবে।

৩৫০টির বেশি পদে নিয়োগ

এবারের নিয়োগে রয়েছে পাইলট, কেবিন ক্রু, ইঞ্জিনিয়ার, সেই সঙ্গে কার্গো, ক্যাটারিং এবং গ্রাউন্ড হ্যান্ডেলিংসহ ৩৫০টিরও বেশি পদের জন্য কর্মী প্রয়োজন। শুধু ডিনাটা বিভাগেই নিয়োগ দেওয়া হবে ৪,০০০ জনেরও বেশি

বৈশ্বিক নিয়োগ কার্যক্রম

বিশ্বব্যাপী প্রতিভাবান কর্মী খোঁজার অংশ হিসেবে এমিরেটস গ্রুপ ঘোষণা দিয়েছে—

  • বছরজুড়ে ১৫০টি শহরে

  • ২,১০০টির বেশি ‘ওপেন ডে’ ও নিয়োগ ইভেন্ট আয়োজন করা হবে

এই প্রচেষ্টায় আন্তর্জাতিক দক্ষ কর্মীদের আকৃষ্ট করাই এমিরেটসের মূল লক্ষ্য।

দুবাইয়ের অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনার অংশ

এই ব্যাপক নিয়োগ উদ্যোগ দুবাইয়ের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনা ‘D33’-এর অংশ। এই পরিকল্পনার মাধ্যমে শহরটি বিশ্ব পর্যটন, রিয়েল এস্টেট ও বৈদেশিক বিনিয়োগে নেতৃত্ব দিতে চায়।

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ৮০ লাখ ৬৮ হাজার পর্যটক দুবাই পরিদর্শন করেছেন, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ বেশি

সম্ভাবনার দুয়ার

এমিরেটস গ্রুপের এই নিয়োগ উদ্যোগ কেবল সংযুক্ত আরব আমিরাত নয়—বিশ্বব্যাপী চাকরি খুঁজছেন এমন দক্ষ পেশাজীবীদের জন্য এক বিশাল সুযোগ। যাঁরা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও গ্লোবাল ক্যারিয়ারে আগ্রহী, তাঁদের জন্য এটি হতে পারে একটি নতুন দিগন্তের সূচনা।

— সালেহ/ তাবাসসুম/ কল্লোল আহমদ