সেনা-পুলিশের গোপন অভিযানে হ্যাকার চক্রের দুই মাস্টারমাইন্ড গ্রেফতার
গাইবান্ধা | ২২ জুলাই ২০২৫ —
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযানে হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। রাতভর পরিচালিত এই গোপন অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড এবং প্রযুক্তিগত ডিভাইস।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ জুলাই) গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ও গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজরের নেতৃত্বাধীন একটি দল। অভিযানে সহযোগিতা করে গোবিন্দগঞ্জ থানা পুলিশও।
অভিযানের একপর্যায়ে গ্রেফতার করা হয় জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) ও মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮) কে। এদের বাসা থেকে উদ্ধার হয় বহু মোবাইল, সিমকার্ড ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস, যেগুলো ব্যবহৃত হতো দেশের বিভিন্ন এলাকায় হ্যাকিং ও প্রতারণামূলক কার্যক্রমে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রযুক্তি অপরাধের অভিযোগে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোবাইল হ্যাকিং, সিম ক্লোনিং, অবৈধ আর্থিক লেনদেন ও ব্যক্তিগত তথ্য চুরির সঙ্গে সরাসরি জড়িত ছিল।
এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং প্রযুক্তি-ভিত্তিক অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত ভূমিকাও প্রশংসিত হচ্ছে।
— সালেহ/ তাবাসসুম/ মেহেদী
আহমদুল হাসান 




























