1:00 pm, Sunday, 23 November 2025

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

মৌলভীবাজার | ২২ জুলাই ২০২৫ —

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাচাউন এলাকা থেকে ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১,৮০০ টাকা সহ এক দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার (২১ জুলাই ২০২৫) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবার নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক করা হয় পাচাউন গ্রামের বাসিন্দা রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) এবং তার স্ত্রী পারুল বেগমকে (৩৫)।

জেলা ডিবির এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে রুবেল মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও পারুল বেগমের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ও ২১,৮০০ টাকা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, স্থানীয় দুইজন স্বাক্ষী এবং নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে অভিযান পরিচালনা ও জব্দকৃত মালামাল তালিকাভুক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বামী-স্ত্রী সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন এবং ইয়াবা বিক্রির উদ্দেশ্যেই তা নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

— সুমাইয়া/ তাবাসসুম/ মেহেদী

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

Update Time : 02:11:22 pm, Tuesday, 22 July 2025

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

মৌলভীবাজার | ২২ জুলাই ২০২৫ —

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাচাউন এলাকা থেকে ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১,৮০০ টাকা সহ এক দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার (২১ জুলাই ২০২৫) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবার নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক করা হয় পাচাউন গ্রামের বাসিন্দা রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) এবং তার স্ত্রী পারুল বেগমকে (৩৫)।

জেলা ডিবির এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে রুবেল মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও পারুল বেগমের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ও ২১,৮০০ টাকা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, স্থানীয় দুইজন স্বাক্ষী এবং নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে অভিযান পরিচালনা ও জব্দকৃত মালামাল তালিকাভুক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বামী-স্ত্রী সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন এবং ইয়াবা বিক্রির উদ্দেশ্যেই তা নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

— সুমাইয়া/ তাবাসসুম/ মেহেদী