12:45 pm, Sunday, 23 November 2025

সিলেট বিভাগ সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আবুল কালাম, সম্পাদক রহিম শেখ

ঢাকা | ২১ জুলাই ২০২৫ —

ঢাকায় কর্মরত সিলেট বিভাগের মূলধারার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস)–এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নয়াদিগন্ত পত্রিকার সিনিয়র রিপোর্টার আবুল কালাম, এবং সাধারণ সম্পাদক হয়েছেন রূপালী বাংলাদেশ পত্রিকার বিজনেস এডিটর রহিম শেখ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিম আহমেদ, যিনি একই প্রতিষ্ঠানে কর্মরত।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন—কামাল চৌধুরী, কাজী তোফায়েল আহমদমোস্তফা সেলিম

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • সহ-সভাপতি: শাফি উদ্দিন আহমদ (চ্যানেল এস)

  • যুগ্ম সম্পাদক: স্বপ্না চক্রবর্তী (রূপালী বাংলাদেশ)

  • অর্থ সম্পাদক: বেনু সূত্রধর (আজকালের খবর)

  • দপ্তর সম্পাদক: জামিল আহমেদ (বাহান্ন নিউজ)

  • কল্যাণ সম্পাদক: বিল্লাল হোসেন সাগর (আরটিভি)

  • শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক: সৈয়দ এলতেফাত হোসাইন (বাসস)

  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মৌসুমী আচার্য্য (আর্টিকেল নাইন্টিন)

  • স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক: সফিকুল হাসান সোহেল (ভোরের ডাক)

  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: জাহাঙ্গীর আলম আনসারী (বাণিজ্য প্রতিদিন)

কার্যনির্বাহী সদস্যরা হলেন:

  • মিজানুর রহমান (মানবজমিন)

  • আলমগীর হোসেন (যুগান্তর)

  • আলী ইব্রাহিম (কালবেলা)

  • সৈয়দা ফারজানা জামান রুম্পা (ফ্রিল্যান্স সাংবাদিক)

  • এস এম এ কাশেম হারুন (জনকণ্ঠ)

সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য:

২০২১ সালে যাত্রা শুরু করা সিবিসাস মূলত পারস্পরিক সম্পর্ক, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং পেশার মাধ্যমে সিলেট বিভাগের মানুষের সার্বিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে।

 

 সুমাইয়া/ তাবাসসুম/ মেহেদী

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

সিলেট বিভাগ সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আবুল কালাম, সম্পাদক রহিম শেখ

Update Time : 08:51:25 pm, Monday, 21 July 2025

ঢাকা | ২১ জুলাই ২০২৫ —

ঢাকায় কর্মরত সিলেট বিভাগের মূলধারার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস)–এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নয়াদিগন্ত পত্রিকার সিনিয়র রিপোর্টার আবুল কালাম, এবং সাধারণ সম্পাদক হয়েছেন রূপালী বাংলাদেশ পত্রিকার বিজনেস এডিটর রহিম শেখ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিম আহমেদ, যিনি একই প্রতিষ্ঠানে কর্মরত।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন—কামাল চৌধুরী, কাজী তোফায়েল আহমদমোস্তফা সেলিম

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • সহ-সভাপতি: শাফি উদ্দিন আহমদ (চ্যানেল এস)

  • যুগ্ম সম্পাদক: স্বপ্না চক্রবর্তী (রূপালী বাংলাদেশ)

  • অর্থ সম্পাদক: বেনু সূত্রধর (আজকালের খবর)

  • দপ্তর সম্পাদক: জামিল আহমেদ (বাহান্ন নিউজ)

  • কল্যাণ সম্পাদক: বিল্লাল হোসেন সাগর (আরটিভি)

  • শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক: সৈয়দ এলতেফাত হোসাইন (বাসস)

  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মৌসুমী আচার্য্য (আর্টিকেল নাইন্টিন)

  • স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক: সফিকুল হাসান সোহেল (ভোরের ডাক)

  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: জাহাঙ্গীর আলম আনসারী (বাণিজ্য প্রতিদিন)

কার্যনির্বাহী সদস্যরা হলেন:

  • মিজানুর রহমান (মানবজমিন)

  • আলমগীর হোসেন (যুগান্তর)

  • আলী ইব্রাহিম (কালবেলা)

  • সৈয়দা ফারজানা জামান রুম্পা (ফ্রিল্যান্স সাংবাদিক)

  • এস এম এ কাশেম হারুন (জনকণ্ঠ)

সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য:

২০২১ সালে যাত্রা শুরু করা সিবিসাস মূলত পারস্পরিক সম্পর্ক, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং পেশার মাধ্যমে সিলেট বিভাগের মানুষের সার্বিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে।

 

 সুমাইয়া/ তাবাসসুম/ মেহেদী