চট্টগ্রাম | ২১ জুলাই ২০২৫ —
চট্টগ্রামে ঘটেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিব্রতকর এক ঘটনা—বায়েজিদ বোস্তামী থানা চত্বর থেকেই চুরি হয়েছে পুলিশের সরকারি মোটরসাইকেল। এই চুরির সঙ্গে জড়িত এক বাবা-ছেলের চক্র। ছেলেই চুরি করেন, আর বাবা সেটি বিক্রি করেন।
পুলিশ জানায়, গত ১২ মে রাতে বায়েজিদ বোস্তামী থানার ভেতর থেকে একটি ১৫০ সিসির পালসার মডেলের সরকারি মোটরসাইকেল চুরি হয়ে যায়। সেটি ব্যবহার করতেন থানার এসআইগণ।
ঘটনার তদন্তে গত সপ্তাহে এক ব্যক্তির কাছ থেকে সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি জানান, এটি কিনেছেন মুসলিম মিয়া (৪৮) নামের এক ব্যক্তির কাছ থেকে। পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে বিভ্রান্তিকর তথ্য দেন মুসলিম। তবে পরে সিসিটিভি ফুটেজ দেখানোর পর তিনি স্বীকার করেন, চুরির সঙ্গে জড়িত তারই ছেলে মিনহাজ উদ্দিন ফাহাদ এবং তার বন্ধুবর মো. রিফাত।
গ্রেপ্তার মুসলিম মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার ছেলে ও ছেলের বন্ধু এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার এসআই সুমন বড়ুয়া শাপলা বলেন,
“শুরুতে মুসলিম মিয়া বিভ্রান্তিকর তথ্য দেন। পরে সিসিটিভি ফুটেজে চোরদের শনাক্ত করা হলে তিনি স্বীকার করেন যে তারা তার ছেলে ও ছেলের বন্ধু।”
প্রতিবেদক : আব্দুল্লাহ হাসান
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মেহেদী
আব্দুল্লাহ হাসান 




























