সানা, ইয়েমেন | ১৬ জুলাই ২০২৫ —
ইয়েমেনে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে ক্ষমা না করার ঘোষণা দিয়েছে ভুক্তভোগী পরিবার। নিহত ইয়েমেনি নাগরিক তালাল আবদুর ভাই আবদেল ফাত্তাহ মেহদি সাফ জানিয়ে দিয়েছেন—“প্রিয়া অপরাধ করেছেন, তাকে কোনোভাবেই ক্ষমা করা হবে না। মৃত্যুদণ্ডই তার প্রাপ্য।”
“ভুলভাবে ভিকটিম বানানো হচ্ছে আসামিকে” — ক্ষুব্ধ পরিবার
আবদেল ফাত্তাহ ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “গণমাধ্যম যে বিকৃতভাবে তথ্য উপস্থাপন করছে, তাতে একজন দোষীকে ভিকটিম বানিয়ে তোলা হচ্ছে।”
দণ্ড কার্যকরের দিনেই স্থগিতাদেশ
আজ বুধবার, ১৬ জুলাই, ছিল নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের নির্ধারিত দিন। তবে ভারত সরকারের কূটনৈতিক তৎপরতায় শেষ মুহূর্তে মৃত্যুদণ্ড স্থগিত রাখা হয়।
এনডিটিভির সূত্র মতে, ভারত সরকার ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে অন্তত আজকের দিন পর্যন্ত শাস্তি কার্যকরের সময় পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। তবে কর্মকর্তারা স্পষ্ট করেছেন, এটি মুক্তি বা ভারতে প্রত্যাবর্তনের কোনো ইঙ্গিত নয়।
ঘটনার পেছনে কী ঘটেছিল
২০১৭ সালে ইয়েমেনের রাজধানী সানায় ভারতীয় নার্স নিমিশা প্রিয়া নিজের ব্যবসায়িক অংশীদার তালাল আবদুকে হত্যার অভিযোগে গ্রেফতার হন। আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।
ঘটনাটি ঘটে হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায়, যেখানে ভারতের কোনো সরাসরি কূটনৈতিক উপস্থিতি নেই। ফলে প্রিয়ার পক্ষে কূটনৈতিক সমর্থন আদায় করাও ভারত সরকারের জন্য জটিল হয়ে পড়েছে।
ভারতের দৌড়ঝাঁপ ও কূটনৈতিক প্রচেষ্টা
ভারত সরকার ইতোমধ্যে ইয়েমেন কর্তৃপক্ষ ও নিহতের পরিবারকে বোঝাতে একাধিকবার চেষ্টা চালিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদন জানিয়েছে। একাধিক দফায় কারা কর্তৃপক্ষ এবং প্রসিকিউটরের অফিসের সঙ্গে ভারতের কর্মকর্তারা যোগাযোগ রেখে চলেছেন।
সমঝোতার চেষ্টায় সময় চেয়েছে পরিবার
নিমিশা প্রিয়ার পরিবার একটি পারস্পরিক সম্মতিতে পৌঁছাতে আরও সময় চেয়েছে। ভারত সরকারও সেই লক্ষ্যে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এ পর্যন্ত পরিবার ক্ষমার পক্ষপাতী নয় বলে স্পষ্ট জানিয়েছে।
এই মুহূর্তে মৃত্যুদণ্ড স্থগিত থাকলেও নিমিশা প্রিয়ার ভাগ্য পুরোপুরি অনিশ্চিত। হুতি নিয়ন্ত্রিত ভূখণ্ডে বিচারপ্রক্রিয়া ও কূটনৈতিক জটিলতার মাঝে ভারত সরকার মানবিক ও আইনি সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : এহসান সুমন
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল
Reporter Name 




























