1:55 pm, Sunday, 23 November 2025

পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই : বিএমএসএফ

  • Reporter Name
  • Update Time : 06:21:28 pm, Wednesday, 16 July 2025
  • 32 Time View

ঢাকা | ১৬ জুলাই ২০২৫ —

পেশার স্বার্থ রক্ষায় সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেছেন, “অনৈক্য আর ষড়যন্ত্রের চোরাবালিতে সাংবাদিকতা পেশা আজ নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে তলানিতে ঠেকেছে। কিছু রাক্ষুসে সাংবাদিকের কারণে পেশাটি ক্রমেই অরক্ষিত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, নীতিমালা ও সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায় করতে হবে।”

তিনি আরও বলেন, “পেশার স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

গত ১৫ জুলাই রাতে রাজধানীর মিরপুর পল্লবীর একটি রেস্টুরেন্টের হলরুমে বিএমএসএফ ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির আয়োজনে সংগঠনটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্দশ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ-এর ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম জাকারিয়া সোহাগ, রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, শাখা কমিটির উপদেষ্টা ইব্রাহিম খলিল স্বপন, কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম এবং সহ-সম্পাদক নুরুল হুদা বাবু।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা এস এম জীবন, ইসমাইল হোসেন পলাশ, মরিয়ম আক্তার মারিয়া ও সুমন খান।

শাখার সাধারণ সম্পাদক শাহিনা আক্তার এবং যুগ্ম সম্পাদক সৈয়দ নুর ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও সংগঠনের সঙ্গীত পরিবেশন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএমএসএফ-এর সদস্যরা নানাভাবে দিবসটি উদযাপন করেন। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ১৪ দফা দাবি আদায়ে সকল সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com

প্রতিবেদক : কল্লোল আহমেদ

সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই : বিএমএসএফ

Update Time : 06:21:28 pm, Wednesday, 16 July 2025

ঢাকা | ১৬ জুলাই ২০২৫ —

পেশার স্বার্থ রক্ষায় সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেছেন, “অনৈক্য আর ষড়যন্ত্রের চোরাবালিতে সাংবাদিকতা পেশা আজ নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে তলানিতে ঠেকেছে। কিছু রাক্ষুসে সাংবাদিকের কারণে পেশাটি ক্রমেই অরক্ষিত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, নীতিমালা ও সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায় করতে হবে।”

তিনি আরও বলেন, “পেশার স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

গত ১৫ জুলাই রাতে রাজধানীর মিরপুর পল্লবীর একটি রেস্টুরেন্টের হলরুমে বিএমএসএফ ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির আয়োজনে সংগঠনটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্দশ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ-এর ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম জাকারিয়া সোহাগ, রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, শাখা কমিটির উপদেষ্টা ইব্রাহিম খলিল স্বপন, কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম এবং সহ-সম্পাদক নুরুল হুদা বাবু।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা এস এম জীবন, ইসমাইল হোসেন পলাশ, মরিয়ম আক্তার মারিয়া ও সুমন খান।

শাখার সাধারণ সম্পাদক শাহিনা আক্তার এবং যুগ্ম সম্পাদক সৈয়দ নুর ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও সংগঠনের সঙ্গীত পরিবেশন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএমএসএফ-এর সদস্যরা নানাভাবে দিবসটি উদযাপন করেন। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ১৪ দফা দাবি আদায়ে সকল সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com

প্রতিবেদক : কল্লোল আহমেদ

সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল