পুঠিয়া (রাজশাহী) | ১৬ জুলাই ২০২৫—
রাজশাহীর পুঠিয়া উপজেলার আগলা উত্তরপাড়া গ্রামে ভয়াবহ এক ঘটনায় প্রাণ হারাল ছয় বছর বয়সী শিশু আবরার ফাহাদ। মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ আবরারের মরদেহ উদ্ধার করে বেলপুকুর থানা পুলিশ।
আবরার ফাহাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শওকত শরীফের মেজো ছেলে।
আবরারের মা প্রিয়াঙ্কা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, প্রতিবেশী দুই কিশোরী — ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাদিয়া ও নাদিয়ার (ছদ্মনাম) সঙ্গে সে বেরিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী কিছু স্বীকার করেনি।
পরে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাদিয়াকে পুনরায় জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে আবরারের মরদেহের কাছে নিয়ে যায়। মরদেহটি বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরের একটি নেপিয়ার ঘাসের জমিতে ঘাস দিয়ে ঢেকে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।
আবরারের মামাতো ভাই আশিব হোসেন জানান, ‘আমরা সন্ধ্যা থেকেই খোঁজাখুঁজি করেছি, আশপাশের পুকুর পর্যন্ত তল্লাশি চালিয়েছি। পরে পুলিশ এসে নাদিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে মরদেহের অবস্থান দেখিয়ে দেয়।’
নিহতের বড় ফুফা আব্দুল মালেক জানান, নিখোঁজের পর প্রতিবেশী দুই কিশোরীর পরিবারকে জিজ্ঞাসা করা হলে তাঁরা তেমন কোনো সহায়তা করেনি। পরে পুলিশি জিজ্ঞাসাবাদেই প্রকৃত তথ্য বেরিয়ে আসে।
বেলপুকুর থানার ওসি সুমন কাদেরী জানান, ‘খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত দুই কিশোরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের বাবা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।’
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : মোহাম্মদ আলী
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মেহেদী
Reporter Name 



























