নরসিংদী | ১৫ জুলাই ২০২৫ —
অস্ত্রোপচারের পরই বিপত্তি
নরসিংদীতে এক প্রসূতির পেটে অস্ত্রোপচারের পর ১৮ ইঞ্চি লম্বা ‘মব কাপড়’ রেখে দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনায় প্রসূতির পরিবার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কীভাবে ঘটল ঘটনা
ভুক্তভোগী মোসা. লিমা আক্তার (২৮) শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মির্জাকান্দি গ্রামের রহিম মিয়ার স্ত্রী। গত ১৭ জুন নরসিংদী সিটি হাসপাতালে ডা. শিউলি আক্তারের পরিচালনায় অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন লিমা। ২১ জুন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেই পেটে তীব্র ব্যথা অনুভব করেন তিনি।
ভাই জহিরুল ইসলামের ভাষ্য, “হাসপাতালে বারবার নিলে তেমন কোনো সমাধান দেয়নি। পরে ঢাকায় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দ্বিতীয়বার অস্ত্রোপচারের মাধ্যমে পেট থেকে ১৮ ইঞ্চি কাপড় বের হয়।”
সংকটাপন্ন লিমা, বঞ্চিত সন্তান
বর্তমানে লিমা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পেটে সংক্রমণ হয়ে গেছে, দুর্গন্ধ আর ব্যথায় কাতরাচ্ছেন তিনি। শিশুটিও মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত। পরিবার জানায়, “দ্বিতীয় অস্ত্রোপচারের আগে-পরে মিলিয়ে ৫ দিন আইসিইউতে রাখতে হয়েছে। পুরো পরিবার এখন আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত।”
হাসপাতালের অবস্থান
নরসিংদী সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রতন মিয়া বলেন, “ঘটনাটি অনিচ্ছাকৃত ভুল। আমরা রোগীর চিকিৎসার দায়িত্ব নিতে চেয়েছি, সমঝোতার চেষ্টা করেছি। কিন্তু পরিবার মানতে রাজি নয়।”
তদন্তে সিভিল সার্জন
নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম জানান, “বিষয়টি তদন্তে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু কাউছার সুমনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন তিন দিনের মধ্যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে জমা দেওয়া হবে।”
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা আলোচনার পর মামলার প্রস্তুতিও নিচ্ছেন।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : মাহমুদুল হাসান
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মেহেদী
Reporter Name 



























