পটুয়াখালী | ১৩ জুলাই ২০২৫ —
বিলের মাঝে বজ্রপাত
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চরখালী গ্রামে বজ্রপাতে দুটি গরু নিহত হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া গরুগুলোর মালিক খালেক হাওলাদার।
কীভাবে ঘটল দুর্ঘটনা
খালেক হাওলাদার জানান, “প্রতিদিনের মতো আজও সকালে গাভী আর বলদ গরুটি বিলের মধ্যে ঘাস খাওয়াচ্ছিলাম। হঠাৎ বৃষ্টি আর বজ্রপাত শুরু হলে গরু দুটি আনতে যাইনি। এরই মধ্যে বজ্রপাত পড়ে দু’টিই মারা গেছে।” তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এতে আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেল।”
প্রশাসনের উদ্যোগ
বজ্রপাতে গরু মৃত্যুর বিষয়ে গলাচিপা উপজেলা ত্রাণ ও দুর্যোগ দপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রানা আহমেদ বলেন, “ঘটনাস্থলে অফিসিয়াল টিম পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।”
সচেতনতার তাগিদ
স্থানীয়দের দাবি, বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা মাঠ বা বিল এলাকায় গবাদিপশু না রাখার বিষয়ে চাষিদের সচেতন করতে হবে। উপজেলা প্রশাসন এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আশ্বাস দিয়েছে।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : জাকির হোসেন হাওলাদার
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ সালেহ
Reporter Name 




























