সাতক্ষীরা | ১৫ জুলাই ২০২৫ —
মৎস্য উন্নয়নে সবার সমন্বিত উদ্যোগ
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার মৎস্য সম্পদের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে এই সপ্তাহকে কার্যকরভাবে পালন করতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলে সভায় জানানো হয়।
জেলা প্রশাসকের সভাপতিত্বে
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, শ্রীম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন (সেব) খুলনাঞ্চলের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মো. আওছাফুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ছানোয়ার হোসেন, সুশীলন এনজিওর প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস দেবু প্রমুখ।
সপ্তাহব্যাপী কর্মসূচি
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২২-২৮ জুলাই সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষে মাছ চাষ, পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সবার সহযোগিতা কামনা
সভায় জেলা প্রশাসক বলেন, “মৎস্য খাত আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। উৎপাদন বাড়াতে ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে।” তিনি সপ্তাহব্যাপী কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : আনিছুর রহমান
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল
Reporter Name 




























