ছাত্রসমাজকে বিভ্রান্ত করে রাজনীতি দুর্বৃত্তায়নের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি
মৌলভীবাজার | ১৪ জুলাই ২০২৫ —
গুপ্ত তৎপরতার বিরুদ্ধে সতর্ক ছাত্রসমাজ
শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি ও ছাত্রসমাজকে বিভ্রান্ত করার পেছনে একটি গোপন সংগঠন ‘মব’ সক্রিয়ভাবে কাজ করছে—এমন অভিযোগ তুলে মৌলভীবাজার জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সোমবার (১৪ জুলাই) বিকেলে মৌলভীবাজার পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।
সরকারি ছত্রছায়ার অভিযোগ
জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া বলেন, “গুপ্ত সংগঠন ‘মব’ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনতে মাঠে নেমেছে। এর পেছনে সরকারের ছায়া মদদ আছে বলে আমরা মনে করি।”
সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন, “ছাত্রদের কাঁধে দেশের ভবিষ্যৎ। কোনো গোপন সংগঠন বা মহল যাতে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে অন্ধকারে ঠেলে দিতে না পারে, সে জন্য আমরা মাঠে আছি।”
গঠনমূলক রাজনীতিতে ছাত্রদল
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন বলেন, “গঠনমূলক রাজনীতিই ছাত্রসমাজের মূল শক্তি। কোনো গোপন তৎপরতা ছাত্রদল মেনে নেবে না।”
যুগ্ম সম্পাদক শাহান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন বলেন, “মব-এর মতো গুপ্ত সংগঠনের অপতৎপরতা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। শিক্ষাঙ্গনে শান্তি বজায় রাখতে হলে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।”
ছাত্রসমাজকে সতর্ক থাকার আহ্বান
নেতারা জানান, শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা ঠেকাতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র রুখতে ছাত্রদল রাজপথে থাকবে এবং শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে।
শান্তিপূর্ণ সমাপ্তি
সমাবেশ শেষে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই বিক্ষোভ কর্মসূচি শেষ করেন নেতাকর্মীরা।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : মোঃ ইদ্রিস আলী
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল
Reporter Name 
























