মৌলভীবাজার | ১৩ জুলাই ২০২৫ —
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের পাখিয়ালা এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। দিনদুপুরে পরিবারের সবাই বৌভাত অনুষ্ঠানে থাকায় ফাঁকা বাড়ির পেছনের ফটক ভেঙে ঢুকে ডাকাতরা নগদ টাকা, ইউএস ডলার, স্বর্ণালংকার ও দামি মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া সম্পদের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
কীভাবে ঘটল এই দুঃসাহসিক ডাকাতি
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী হাজী আব্দুল আলী ট্রেড সেন্টারের স্বত্বাধিকারী শামীম আহমদের ছেলে কানাডা প্রবাসী সাকিব আহমদের বৌভাত অনুষ্ঠান ছিল রোববার দুপুরে। আত্মীয়-স্বজন নিয়ে সবাই স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চলে গেলে ফাঁকা বাড়ির পেছনের ফটক ভেঙে ভেতরে ঢোকে ডাকাতরা। আলমারি ভেঙে নগদ টাকা, ডলার, স্বর্ণালংকার, দামি ঘড়ি ও মোবাইল ফোন লুট করে।
বেলা আড়াইটার দিকে কয়েকজন মহিলা বাড়ি ফিরে দেখেন, পেছনের ফটক ও ঘরের তালা ভাঙা, ঘরের ভেতর সব তছনছ। পরে পরিবারের অন্যরা ছুটে আসেন।
৩০ লাখ টাকার মালামাল লুট
শামীম আহমদের চাচাতো ভাই মিজানুর রহমান খছরু জানান, ডাকাতরা নগদ ৩ লাখ ১০ হাজার টাকা, ৫০০ ইউএস ডলার, ১৫–২০ ভরি স্বর্ণালংকার, দামি ঘড়ি ও ৫টি মোবাইল ফোন নিয়ে গেছে। দুই তলার ছয়টি রুমে ডাকাতরা তাণ্ডব চালায়। একটি রুমের আলমারি ভাঙতে না পারায় কিছু মালামাল রক্ষা পেয়েছে।
পুলিশ বলছে: ‘রাতের মধ্যেই আটক সম্ভব’
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, গৃহকর্মী স্বপ্না বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের একটি বিশেষ দল মাঠে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেছেন, রাতের মধ্যেই ডাকাত চক্রকে আটক করে লুট হওয়া মালামাল উদ্ধার সম্ভব হবে।
অভূতপূর্ব দিনের বেলা ডাকাতি
উপজেলা প্রশাসন ও থানা কমপ্লেক্স থেকে মাত্র ২০০–৩০০ মিটার দূরে দিনদুপুরে এমন ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, এর আগে দিনের বেলায় এভাবে কোনো বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেনি। ভুক্তভোগী পরিবার দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : মাহিনুর ইসলাম মাহিন
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল
Reporter Name 


























