হবিগঞ্জ| ১৪ জুলাই ২০২৫ —
প্রাথমিক শিক্ষা উন্নয়নেই সমাধান
প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষাজীবনের ভিত্তি, আর এই ভিত্তি যত মজবুত হবে, পিছিয়ে থাকা জনগোষ্ঠী তত দ্রুত এগোবে — এমনটাই মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
হবিগঞ্জে মতবিনিময়
রবিবার (১৩ জুলাই) হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এক দিনব্যাপী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, “সামগ্রিক বৈষম্য দূর করতে প্রকৃত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই।”
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।
মাতৃভাষা শিক্ষার ওপর জোর
উপদেষ্টা বলেন, “শিশুরা যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে, বুঝতে ও অনুভূতি প্রকাশ করতে পারে — সেটিই প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য।” তিনি শিক্ষক-অভিভাবক সেতুবন্ধের ওপরও গুরুত্ব দেন।
সমস্যা সমাধানে আশ্বাস
সভায় অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষক স্বল্পতা আর হাওর অঞ্চলের যাতায়াত সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্টরা।
শিক্ষকই হবেন অভিভাবক
শিক্ষকদের উদ্দেশে বলা হয়, পিতা-মাতার মতো আন্তরিক হয়ে শিশুদের শিক্ষা দিতে হবে, যাতে কোনো শিশু পিছিয়ে না পড়ে।
বিদ্যালয় পরিদর্শন
মতবিনিময় শেষে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার হবিগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : মোঃ সালেহ আহমদ (স’লিপক)
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল
Reporter Name 


























