12:45 pm, Sunday, 23 November 2025

হত্যা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

  • Reporter Name
  • Update Time : 05:47:43 pm, Sunday, 13 July 2025
  • 34 Time View

ঢাকা | ১৩ জুলাই ২০২৫ —

রাজধানীর ভাটারা থানায় এনামুল হককে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রবিবার (১৩ জুলাই) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন পান তিনি। আদালত তাকে জামিননামা দাখিলের শর্তে মুক্তি দেন।

আদালতে হাজিরা

এ দিন আদালতে হাজির হন অপু বিশ্বাস। আদালত প্রাঙ্গণে তাকে মুখ ঢাকা অবস্থায় দেখা যায়।

অপু বিশ্বাসের আইনজীবী জানান, গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিনেত্রী। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অপু সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিননামা দাখিল করেন।

কেন এই মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তি চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ২৮৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে অর্থ জোগান দিয়েছেন ১৭ জন অভিনয়শিল্পী। তাদের অর্থায়নেই আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করা হয়। অভিযুক্তদের মধ্যে অপু বিশ্বাস ছাড়াও রয়েছেন নুসরাত ফারিয়া, আশনা হাবিব ভাবনা, জায়েদ খান, নিপুণ আক্তার, সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, আজিজুল হাকিম, শাহনুর, তারভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান ও উর্মিলা শ্রাবন্তী কর।

বাদীর অভিযোগ

বাদী এনামুল হকের দাবি, ওই আন্দোলনের সময় তার ডান পায়ে গুলি লেগেছিল। তার ভাষায়, অভিযুক্ত তারকারা সরকারকে বিপুল অর্থ সহায়তা দিয়ে ছাত্র আন্দোলন দমন করেছিলেন। সেই গুলিতে আহত হয়ে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

পরবর্তী পদক্ষেপ

মামলাটি এখন তদন্তাধীন রয়েছে। পুলিশের পাশাপাশি আদালতও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com

প্রতিবেদক : এস এম মেহেদী হাসান

সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

হত্যা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

Update Time : 05:47:43 pm, Sunday, 13 July 2025

ঢাকা | ১৩ জুলাই ২০২৫ —

রাজধানীর ভাটারা থানায় এনামুল হককে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রবিবার (১৩ জুলাই) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন পান তিনি। আদালত তাকে জামিননামা দাখিলের শর্তে মুক্তি দেন।

আদালতে হাজিরা

এ দিন আদালতে হাজির হন অপু বিশ্বাস। আদালত প্রাঙ্গণে তাকে মুখ ঢাকা অবস্থায় দেখা যায়।

অপু বিশ্বাসের আইনজীবী জানান, গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিনেত্রী। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অপু সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিননামা দাখিল করেন।

কেন এই মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তি চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ২৮৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে অর্থ জোগান দিয়েছেন ১৭ জন অভিনয়শিল্পী। তাদের অর্থায়নেই আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করা হয়। অভিযুক্তদের মধ্যে অপু বিশ্বাস ছাড়াও রয়েছেন নুসরাত ফারিয়া, আশনা হাবিব ভাবনা, জায়েদ খান, নিপুণ আক্তার, সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, আজিজুল হাকিম, শাহনুর, তারভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান ও উর্মিলা শ্রাবন্তী কর।

বাদীর অভিযোগ

বাদী এনামুল হকের দাবি, ওই আন্দোলনের সময় তার ডান পায়ে গুলি লেগেছিল। তার ভাষায়, অভিযুক্ত তারকারা সরকারকে বিপুল অর্থ সহায়তা দিয়ে ছাত্র আন্দোলন দমন করেছিলেন। সেই গুলিতে আহত হয়ে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

পরবর্তী পদক্ষেপ

মামলাটি এখন তদন্তাধীন রয়েছে। পুলিশের পাশাপাশি আদালতও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com

প্রতিবেদক : এস এম মেহেদী হাসান

সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল