শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ১০ জুলাই ২০২৫ —
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংক থেকে মোবাইল ফোন তুলতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন একে একে চার যুবক। বিষাক্ত গ্যাসের কারণে সেপটিক ট্যাংকটি মুহূর্তেই মৃত্যু কূপে পরিণত হয়।
বুধবার (৯ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই হরিণছড়া চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান। এই ঘটনায় পুরো চা বাগান পল্লীজুড়ে বইছে শোকের ছায়া।
নিহতরা হলেন আপন দুই ভাই রানা নায়েক (১৭) ও স্বপন নায়েক (১৯), প্রতিবেশী কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। একই ঘটনায় গুরুতর আহত রবি বুনার্জী (২০) কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত্যু কূপে পরিণত সেপটিক ট্যাংক
স্থানীয়রা জানান, রাতে একটি মোবাইল ফোন টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেটি তুলতে প্রথমে একজন নিচে নামেন। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তার ভাই তাকে বাঁচাতে নামেন, তিনিও অচেতন হয়ে যান। এভাবে একে একে পাঁচজন নামেন, কিন্তু বিষাক্ত গ্যাসে চারজনই প্রাণ হারান।
চিৎকার শুনে পাশের বাড়ি থেকে ছুটে আসেন সঞ্জয় ভূমিজ। তিনি বলেন, “আমি এসে দেখি ছোট গর্তে ছেলেরা আটকা পড়ে আছে, কেউ নামতে সাহস করছে না। আমি অসুস্থ থাকা সত্ত্বেও নামি, অনেক কষ্টে একে একে পাঁচজনকে ওপরে তুলেছি।”
চা শ্রমিক পল্লীতে শোকের মাতম
দুই ভাইয়ের মৃত্যুতে ওই পরিবারে এখন শোকের মাতম চলছে। একসাথে দুই ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। বাকি দুই পরিবারেও চলছে শোকের একই দৃশ্য। সকাল থেকে এলাকার হাজারো মানুষ ভিড় জমিয়েছেন ঘটনাস্থলে।
চিকিৎসক যা বললেন
মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, “রাতে চারজনকে হাসপাতালে আনা হলে তাদের মৃত ঘোষণা করা হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট রেফার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা
এ ধরনের দুর্ঘটনা এড়াতে সেপটিক ট্যাংক বা পয়ঃনিষ্কাশন পাইপলাইনে কোনো প্রকার উদ্ধার অভিযান চালাতে গেলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : মোঃ কাওছার ইকবাল
সম্পাদনায় : আসমা/ তাবাসসুম/ মাহমুদুল
Reporter Name 


























