কানাইঘাট, সিলেট। ১০ জুলাই ২০২৫ —
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় বড় ধরনের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। এসময় অবৈধভাবে স্থাপিত চারটি ক্রাশার মেশিনের যন্ত্রাংশ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে লোভাছড়া পাথর কোয়ারীতে অভিযান চালিয়ে তিনি মুলাগুল এলাকায় বন্ধ থাকা চারটি ক্রাশার মেশিনের বিভিন্ন যন্ত্রপাতি ভেঙে দেন।
নিলামের শর্ত মেনে চলার নির্দেশ
এ সময় তিনি লোভাছড়া কোয়ারীর নিলামকৃত প্রায় ৪৫ লাখ ঘনফুট পাথরের নিলামকারী প্রতিষ্ঠান ‘পিয়াস এন্টারপ্রাইজ’-এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ইউএনও পাথর পরিবহনের ক্ষেত্রে নিলামের শর্ত কঠোরভাবে মানার নির্দেশ দেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিলামের বাইরে কোনো পাথর পরিবহন বা পাচার হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অবৈধ পাথর উত্তোলন ও ভাঙা বন্ধে কঠোর অবস্থান
তিনি আরও জানান, নিলামের বাইরে থেকে কোয়ারী এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে ক্রাশার মেশিন বসিয়ে অবৈধভাবে পাথর ভাঙার যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।
স্থানীয়রা ইউএনও’র এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং পাথর কোয়ারীর নিয়মিত তদারকি আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : আব্দুল্লাহ হাসান
সম্পাদনায় : আসমা/ তাবাসসুম/ মাহমুদুল
Reporter Name 


























