1:54 pm, Sunday, 23 November 2025

লন্ডনে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সহায়তায় প্রবাসীদের মহতী উদ্যোগ

  • Reporter Name
  • Update Time : 08:15:36 pm, Thursday, 10 July 2025
  • 48 Time View

লন্ডন। ১০ জুলাই ২০২৫-

হার্ট রোগীদের সেবায় বাংলাদেশে যে কয়টি প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার মধ্যে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অন্যতম। হৃদরোগের এই হাসপাতালটিকে আরও সক্ষম করে তুলতে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ মতবিনিময় সভা—যেখানে প্রবাসী বাংলাদেশিরা মিলিত হয়েছেন একটি লক্ষ্যেই: ‘হার্টের চিকিৎসা সহজ করতে নতুন দুটি মেশিন কেনা।’

ব্যাকসলী মহারাজা রেস্টুরেন্টে ব্যতিক্রমী সমাবেশ

সোমবার (৭ জুলাই) লন্ডনের ব্যাকসলী মহারাজা রেস্টুরেন্টের মিলনায়তন যেন একসময় রূপ নিলো সিলেটের মানুষের হৃদয়ের মিলনমেলায়। সভার সভাপতি ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সমাদ চৌধুরী জেপি। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শিক্ষাবিদ মনসুর আহমদ খান।

সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়ে হৃদয় উজাড় করে দিলেন সহযোগিতার প্রতিশ্রুতি।

যেখানে প্রয়োজন দেড় কোটির বেশি টাকার সহায়তা

সভায় জানানো হয়, সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইতোমধ্যেই সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ হার্ট রিলেটেড মেশিন কেনার উদ্যোগ নিয়েছে। এসব মেশিন না থাকায় জটিল রোগীদের ঢাকায় প্রেরণ করতে হয়—যা রোগীদের জন্য যেমন কষ্টের, তেমনি খরচেরও।

সভায় আহমেদ উস সমাদ চৌধুরী উপস্থিত সবার প্রতি উদারভাবে আর্থিক সহযোগিতা করার আহ্বান জানান।

বক্তৃতায় উঠে এলো সিলেটের হার্ট চিকিৎসার চিত্র

সভায় সহ-সভাপতি মিছবাহ জামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস আই আজাদ আলী ও ডা. আলাউদ্দিনসহ অনেকেই বক্তৃতা করেন। তারা বলেন—প্রতিদিন অসংখ্য রোগী সেবা নিলেও মেশিনের সীমাবদ্ধতার কারণে অনেক জটিল রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে। সঠিক সময়ে সঠিক মেশিনের সুবিধা থাকলে শত শত মানুষ ঢাকায় না গিয়ে সিলেটেই চিকিৎসা পাবেন।

সম্মিলিত শক্তি, তাৎক্ষণিক প্রতিশ্রুতি

সভা শেষ হওয়ার আগেই অনেকে পার্মানেন্ট ডোনার মেম্বার হয়েছেন। স্থায়ী সদস্যপদ নিয়েছেন অনেকেই। প্রায় ৩০ হাজার পাউন্ডের বেশি অনুদানের প্রতিশ্রুতি এসেছে এক বৈঠকেই! পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এমন সভা আরও আয়োজনের প্রস্তাবও গৃহীত হয়েছে।

তাদের কণ্ঠে ভরসার কথা

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম শামসুদ্দিন, এম এ মুনিম ওবিই, খছরু খান, আলহাজ্ব এনামুর রহমান, জাকির চৌধুরী, সাইফুল ইসলামসহ আরও অনেকে। সকলেই একবাক্যে বলেন—‘এই মহৎ উদ্যোগে শুধু নিজেরাই নয়, ছেলেমেয়ে, স্বজন, বন্ধুবান্ধব—সবাইকে যুক্ত করতে হবে।’

সাংবাদিকদের কণ্ঠে কৃতজ্ঞতা

সভা শেষে প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ও অনুপম নিউজ টোয়েন্টিফোর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী ধন্যবাদ জানান সবাইকে, বিশেষত যারা স্থায়ী সদস্যপদ নিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন।

শেষে মিলন, পাশে থাকা, একবেলার খাবার

সভা শেষে নৈশভোজের মাধ্যমে প্রবাসীদের এই মিলনমেলা শেষ হয়। কিন্তু শেষ হয়নি আশাবাদ—সিলেট হার্ট ফাউন্ডেশনের পাশে দাঁড়াতে লন্ডন ছাড়াও পুরো যুক্তরাজ্যের প্রবাসীরা এগিয়ে আসবেন, এই প্রত্যাশাই ব্যক্ত করেছেন আয়োজকরা।

রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com

প্রতিবেদক : সালেহ আহমদ (স’লিপক)

সম্পাদনায় : আসমা/ তাবাসসুম/ মাহমুদুল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

লন্ডনে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সহায়তায় প্রবাসীদের মহতী উদ্যোগ

Update Time : 08:15:36 pm, Thursday, 10 July 2025

লন্ডন। ১০ জুলাই ২০২৫-

হার্ট রোগীদের সেবায় বাংলাদেশে যে কয়টি প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার মধ্যে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অন্যতম। হৃদরোগের এই হাসপাতালটিকে আরও সক্ষম করে তুলতে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ মতবিনিময় সভা—যেখানে প্রবাসী বাংলাদেশিরা মিলিত হয়েছেন একটি লক্ষ্যেই: ‘হার্টের চিকিৎসা সহজ করতে নতুন দুটি মেশিন কেনা।’

ব্যাকসলী মহারাজা রেস্টুরেন্টে ব্যতিক্রমী সমাবেশ

সোমবার (৭ জুলাই) লন্ডনের ব্যাকসলী মহারাজা রেস্টুরেন্টের মিলনায়তন যেন একসময় রূপ নিলো সিলেটের মানুষের হৃদয়ের মিলনমেলায়। সভার সভাপতি ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সমাদ চৌধুরী জেপি। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শিক্ষাবিদ মনসুর আহমদ খান।

সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়ে হৃদয় উজাড় করে দিলেন সহযোগিতার প্রতিশ্রুতি।

যেখানে প্রয়োজন দেড় কোটির বেশি টাকার সহায়তা

সভায় জানানো হয়, সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইতোমধ্যেই সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ হার্ট রিলেটেড মেশিন কেনার উদ্যোগ নিয়েছে। এসব মেশিন না থাকায় জটিল রোগীদের ঢাকায় প্রেরণ করতে হয়—যা রোগীদের জন্য যেমন কষ্টের, তেমনি খরচেরও।

সভায় আহমেদ উস সমাদ চৌধুরী উপস্থিত সবার প্রতি উদারভাবে আর্থিক সহযোগিতা করার আহ্বান জানান।

বক্তৃতায় উঠে এলো সিলেটের হার্ট চিকিৎসার চিত্র

সভায় সহ-সভাপতি মিছবাহ জামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস আই আজাদ আলী ও ডা. আলাউদ্দিনসহ অনেকেই বক্তৃতা করেন। তারা বলেন—প্রতিদিন অসংখ্য রোগী সেবা নিলেও মেশিনের সীমাবদ্ধতার কারণে অনেক জটিল রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে। সঠিক সময়ে সঠিক মেশিনের সুবিধা থাকলে শত শত মানুষ ঢাকায় না গিয়ে সিলেটেই চিকিৎসা পাবেন।

সম্মিলিত শক্তি, তাৎক্ষণিক প্রতিশ্রুতি

সভা শেষ হওয়ার আগেই অনেকে পার্মানেন্ট ডোনার মেম্বার হয়েছেন। স্থায়ী সদস্যপদ নিয়েছেন অনেকেই। প্রায় ৩০ হাজার পাউন্ডের বেশি অনুদানের প্রতিশ্রুতি এসেছে এক বৈঠকেই! পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এমন সভা আরও আয়োজনের প্রস্তাবও গৃহীত হয়েছে।

তাদের কণ্ঠে ভরসার কথা

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম শামসুদ্দিন, এম এ মুনিম ওবিই, খছরু খান, আলহাজ্ব এনামুর রহমান, জাকির চৌধুরী, সাইফুল ইসলামসহ আরও অনেকে। সকলেই একবাক্যে বলেন—‘এই মহৎ উদ্যোগে শুধু নিজেরাই নয়, ছেলেমেয়ে, স্বজন, বন্ধুবান্ধব—সবাইকে যুক্ত করতে হবে।’

সাংবাদিকদের কণ্ঠে কৃতজ্ঞতা

সভা শেষে প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ও অনুপম নিউজ টোয়েন্টিফোর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী ধন্যবাদ জানান সবাইকে, বিশেষত যারা স্থায়ী সদস্যপদ নিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন।

শেষে মিলন, পাশে থাকা, একবেলার খাবার

সভা শেষে নৈশভোজের মাধ্যমে প্রবাসীদের এই মিলনমেলা শেষ হয়। কিন্তু শেষ হয়নি আশাবাদ—সিলেট হার্ট ফাউন্ডেশনের পাশে দাঁড়াতে লন্ডন ছাড়াও পুরো যুক্তরাজ্যের প্রবাসীরা এগিয়ে আসবেন, এই প্রত্যাশাই ব্যক্ত করেছেন আয়োজকরা।

রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com

প্রতিবেদক : সালেহ আহমদ (স’লিপক)

সম্পাদনায় : আসমা/ তাবাসসুম/ মাহমুদুল