1:01 pm, Sunday, 23 November 2025

যৌতুক আর পরকীয়ার বলি: বগুড়ার ববি খাতুন

  • Reporter Name
  • Update Time : 07:21:38 pm, Thursday, 10 July 2025
  • 25 Time View

ঢাকা। ১০ জুলাই ২০২৫-

বগুড়ার এক গলিতে এখনো ফিসফাস শোনা যায়—
“কী অপরাধ ছিল ববির?”
কারো উত্তর নেই। শুধু থমথমে বাতাসে উড়ছে এক শূন্য প্রশ্ন—একজন গৃহবধূর জীবন কি এত সস্তা?

স্বপ্নের শুরু, আতঙ্কের শেষ

ববি খাতুন। বয়স বেশি না, পুরো জীবনটা পড়ে ছিল সামনে। বিয়ে করেছিলেন ভালোবেসেই—ছেলে রোহানকেই বেছে নিয়েছিলেন সংসারের স্বপ্ন বুনতে। বগুড়ার সদর উপজেলার জহুরুলনগরের ছোট ভাড়া বাসা—সেখানে ছিমছাম একটা সংসার। পাশের বাসার রিনা বেগম বলেন, “ববি খুবই শান্ত মেয়ে আছিল। ঝগড়া-বিবাদ করতে দেখিনি।”

কিন্তু এই চুপচাপ সংসারের ভেতরেই জমছিল অশান্তি। যৌতুকের দাবি, বিয়ের কয়েক মাস যেতে না যেতেই স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্কের খবর—সব মিলে ভয়ংকর হয়ে উঠেছিল ববির চারপাশ।

রাতের অন্ধকারে ছুরির কোপ

২৫ মে রাত। বাড়িতে তখন স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ নেই। প্রতিবেশীরা বলেন, সেদিন রাতে ববির চিৎকার শুনতে পেয়েছিলেন, কিন্তু তখন আর কিছু করার ছিল না।
রোহান তখন দাবিতে অটল—আরও যৌতুক চাই। না পেয়ে ববির পেটে ছুরি বসিয়ে দেয়—শেষ হয়ে যায় সব। এক মুহূর্তে নিভে যায় একটি মেয়ের স্বপ্ন, সংসার আর বেঁচে থাকার লড়াই।

পরকীয়া প্রেমিকাও এই গল্পের অংশ

এ গল্পে আছে আরেক নারী—বেলি বেগম। রোহানের ‘পরকীয়া সঙ্গী’। শোনা যায়, বিয়ের আগেই তাদের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পরও সম্পর্ক থেকে যায়, বন্ধ হয়নি। বরং সেই সম্পর্কই ববির জীবন কেড়ে নিয়েছে, এমনটাই বলছে স্থানীয়রা।

রোহান আর বেলি খুনের পর পালিয়ে যায়। রাজধানীর সাভারের আশুলিয়ায় গা ঢাকা দেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

র‌্যাবের হাতে ধরা

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প ও র‌্যাব-৪ সাভারের যৌথ অভিযানে ৯ জুলাই রাত সাড়ে ৭টার দিকে সাভারের বসুন্ধরা টেক এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার হয় ৩টি মোবাইল ফোন আর ২৫ হাজার টাকা। ববির হত্যার বিচার এড়িয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিল তারা—তবে আইনের চোখ ফাঁকি দেওয়া সহজ হয়নি।

মায়ের আর্তি

ববির মা থানায় মামলা করেছিলেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে। মেয়ের কোলের সন্তান বা সুখের ঘর—কিছুই আর বাকি রইল না।
কান্না ভেজা গলায় শুধু বলেন, “মেয়েকে তো আর ফেরত পাব না। চাই এই হত্যার শাস্তি হোক—দৃষ্টান্ত হোক!”

‘আর যেন কোনো ববি না হারায়’

পাড়ার মানুষ বলছে, “আজ ববি, কাল হয়তো আরেকজন। যৌতুক আর অবৈধ সম্পর্কের ছোবল থামানো না গেলে এমন ঘটনা থামবে না।”
স্থানীয় মানবাধিকার কর্মীরা বলছেন, যৌতুকবিরোধী আইন থাকলেও প্রয়োগে দুর্বলতা, পারিবারিক নির্যাতনের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা—সব মিলিয়ে অপরাধীরা সহজে ভয় পায় না।

শেষ কথা

একটি ছুরি, একটি প্রেম—আর এক দম্পতির ভেতরের লোভ ও লুকানো সম্পর্ক—সব মিলে ঝরে গেল এক তরুণী জীবন। ববি খাতুনের গল্প যেন আরেকটি সংখ্যা না হয় পুলিশের ফাইলের পাতায়—এই চাওয়া এখন প্রতিবেশী আর স্বজনদের।

রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com

প্রতিবেদক : আহমদুল হাসান

সম্পাদনায় : আসমা/ তাবাসসুম/ মাহমুদুল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

যৌতুক আর পরকীয়ার বলি: বগুড়ার ববি খাতুন

Update Time : 07:21:38 pm, Thursday, 10 July 2025

ঢাকা। ১০ জুলাই ২০২৫-

বগুড়ার এক গলিতে এখনো ফিসফাস শোনা যায়—
“কী অপরাধ ছিল ববির?”
কারো উত্তর নেই। শুধু থমথমে বাতাসে উড়ছে এক শূন্য প্রশ্ন—একজন গৃহবধূর জীবন কি এত সস্তা?

স্বপ্নের শুরু, আতঙ্কের শেষ

ববি খাতুন। বয়স বেশি না, পুরো জীবনটা পড়ে ছিল সামনে। বিয়ে করেছিলেন ভালোবেসেই—ছেলে রোহানকেই বেছে নিয়েছিলেন সংসারের স্বপ্ন বুনতে। বগুড়ার সদর উপজেলার জহুরুলনগরের ছোট ভাড়া বাসা—সেখানে ছিমছাম একটা সংসার। পাশের বাসার রিনা বেগম বলেন, “ববি খুবই শান্ত মেয়ে আছিল। ঝগড়া-বিবাদ করতে দেখিনি।”

কিন্তু এই চুপচাপ সংসারের ভেতরেই জমছিল অশান্তি। যৌতুকের দাবি, বিয়ের কয়েক মাস যেতে না যেতেই স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্কের খবর—সব মিলে ভয়ংকর হয়ে উঠেছিল ববির চারপাশ।

রাতের অন্ধকারে ছুরির কোপ

২৫ মে রাত। বাড়িতে তখন স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ নেই। প্রতিবেশীরা বলেন, সেদিন রাতে ববির চিৎকার শুনতে পেয়েছিলেন, কিন্তু তখন আর কিছু করার ছিল না।
রোহান তখন দাবিতে অটল—আরও যৌতুক চাই। না পেয়ে ববির পেটে ছুরি বসিয়ে দেয়—শেষ হয়ে যায় সব। এক মুহূর্তে নিভে যায় একটি মেয়ের স্বপ্ন, সংসার আর বেঁচে থাকার লড়াই।

পরকীয়া প্রেমিকাও এই গল্পের অংশ

এ গল্পে আছে আরেক নারী—বেলি বেগম। রোহানের ‘পরকীয়া সঙ্গী’। শোনা যায়, বিয়ের আগেই তাদের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পরও সম্পর্ক থেকে যায়, বন্ধ হয়নি। বরং সেই সম্পর্কই ববির জীবন কেড়ে নিয়েছে, এমনটাই বলছে স্থানীয়রা।

রোহান আর বেলি খুনের পর পালিয়ে যায়। রাজধানীর সাভারের আশুলিয়ায় গা ঢাকা দেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

র‌্যাবের হাতে ধরা

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প ও র‌্যাব-৪ সাভারের যৌথ অভিযানে ৯ জুলাই রাত সাড়ে ৭টার দিকে সাভারের বসুন্ধরা টেক এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার হয় ৩টি মোবাইল ফোন আর ২৫ হাজার টাকা। ববির হত্যার বিচার এড়িয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিল তারা—তবে আইনের চোখ ফাঁকি দেওয়া সহজ হয়নি।

মায়ের আর্তি

ববির মা থানায় মামলা করেছিলেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে। মেয়ের কোলের সন্তান বা সুখের ঘর—কিছুই আর বাকি রইল না।
কান্না ভেজা গলায় শুধু বলেন, “মেয়েকে তো আর ফেরত পাব না। চাই এই হত্যার শাস্তি হোক—দৃষ্টান্ত হোক!”

‘আর যেন কোনো ববি না হারায়’

পাড়ার মানুষ বলছে, “আজ ববি, কাল হয়তো আরেকজন। যৌতুক আর অবৈধ সম্পর্কের ছোবল থামানো না গেলে এমন ঘটনা থামবে না।”
স্থানীয় মানবাধিকার কর্মীরা বলছেন, যৌতুকবিরোধী আইন থাকলেও প্রয়োগে দুর্বলতা, পারিবারিক নির্যাতনের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা—সব মিলিয়ে অপরাধীরা সহজে ভয় পায় না।

শেষ কথা

একটি ছুরি, একটি প্রেম—আর এক দম্পতির ভেতরের লোভ ও লুকানো সম্পর্ক—সব মিলে ঝরে গেল এক তরুণী জীবন। ববি খাতুনের গল্প যেন আরেকটি সংখ্যা না হয় পুলিশের ফাইলের পাতায়—এই চাওয়া এখন প্রতিবেশী আর স্বজনদের।

রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com

প্রতিবেদক : আহমদুল হাসান

সম্পাদনায় : আসমা/ তাবাসসুম/ মাহমুদুল