জামালপুর । ৫ জুলাই ২০২৫- জামালপুর শহরের নগর মাতৃসদন কেন্দ্রে গাইনি চিকিৎসক ছাড়া প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুলাই) ভোরে শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি সোহেল আনসারী ও নৌরিন জান্নাত মৌ দম্পতির প্রথম সন্তান। তাদের বাড়ি সদর উপজেলার নারিকেলি গ্রামে।
নবজাতকের বাবা সোহেল আনসারী অভিযোগ করেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় প্রসব বেদনা উঠলে স্ত্রীকে নগর মাতৃসদনে ভর্তি করাই। হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। নার্স শিরিন আক্তার ও আয়া ময়না স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করেন। টেনে-হিঁচড়ে বাচ্চা বের করতে গিয়ে ওরা আমার সন্তানকে মেরে ফেলেছে। বাচ্চার গলা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল।’’
ঘটনার পর অভিযুক্ত নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে বলে জানান জামালপুর সদর থানার ওসি ফয়সল আতিক। তিনি বলেন, ‘‘এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’’
এ প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক এস. এম. মেহেদী হাসান বলেন, ‘‘অদক্ষ হাতে ডেলিভারি করানো মা ও শিশুর জীবনের জন্য মারাত্মক বিপদ। এ ধরনের গাফিলতি রোধে কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে।’’
আইনি দিক নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট সুমাইয়া ইসলাম বলেন, ‘‘এ ধরনের অবহেলার কারণে প্রমাণিত হলে দণ্ডবিধি অনুযায়ী সংশ্লিষ্টদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।’’
উল্লেখ্য, নগর মাতৃসদনটি জামালপুর পৌরসভার বাস্তবায়নে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের অধীনে পরিচালিত হচ্ছে।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : আব্দুল্লাহ হাসান
সম্পাদনায় : সারেহ/ আসমা/ তাবাসসুম
Reporter Name 



























