যশোর । ৪ জুলাই ২০২৫- যশোরের বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টায় বন্দর ভেহিকেল টার্মিনাল গেট থেকে তাকে আটক করা হয়। আটক ট্রাকচালকের নাম বেচারাম প্রামাণিক (৪৩)।
আনসার সূত্র জানায়, পাসপোর্টগুলোতে সার্বিয়ার ভিসা আছে। এগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল।
ধারণা করা হচ্ছে, ইউরোপে প্রবেশের জন্য এই ভিসা নেওয়া হয়েছে।
আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, আগে থেকেই গোপন তথ্য ছিল। এরপর নিরাপত্তা বাড়ানো হয়। সন্দেহভাজন ট্রাকচালকের ব্যাগে তল্লাশি চালিয়ে পাসপোর্টগুলো উদ্ধার করা হয়।
পাসপোর্টগুলো থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ট্রাকচালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
উদ্ধার হওয়া পাসপোর্টের মালিকরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে চাঁদপুর, নোয়াখালী, কিশোরগঞ্জ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, গাজীপুর, মানিকগঞ্জ, ফেনি ও নরসিংদীর লোকজন আছেন।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : মোস্তাফিজুর রহমান
সম্পাদনায় : তাবাসসুম/ সালেহ/ মেহেদী
Reporter Name 



























