Sakhipur (Tangail) | 03 July 2025 —
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে দুই শিক্ষার্থী। বুধবার (৩ জুলাই) সকালে এমন হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে সখীপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও দুটি পরীক্ষা কেন্দ্র।
হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার ও সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তার মায়ের মৃত্যুর শোক বুকে নিয়েই পরীক্ষাকক্ষে বসে। সায়মা সখীপুর সরকারি কলেজ কেন্দ্র ও লাবনী সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দেয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হতেয়া গ্রামের মো. রায়হান মিয়ার মেয়ে সায়মা আক্তারের মা শিল্পী আক্তার (৪০) কিডনি জটিলতায় ভুগে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নিজ বাড়িতে মারা যান। অন্যদিকে, কচুয়া পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে লাবনী আক্তারের মা সফিরন বেগম (৪৫) মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মারা যান। দুই শিক্ষার্থীই পরিবারের ছোট সন্তান।
পরীক্ষার দিন সকালে মায়ের লাশ ঘরে রেখেই তারা পরীক্ষাকেন্দ্রে যায়। সায়মার মায়ের জানাজা দুপুরে এবং লাবনীর মায়ের জানাজা সকালে সম্পন্ন হওয়ার কথা।
হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, ‘সায়মা মেধাবী ছাত্রী। মায়ের মরদেহ রেখে পরীক্ষা দিতে আসা তার জন্য অত্যন্ত বেদনার বিষয়। আমরা তার পাশে আছি।’
শিক্ষা মনোবিজ্ঞানী অধ্যাপক রোকসানা হক বলেন, ‘এ ধরনের ঘটনা কিশোর-কিশোরীর মানসিকভাবে বড় চাপ সৃষ্টি করে। তাই স্কুল-কলেজগুলোতে দ্রুত মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করা জরুরি, যাতে তারা হতাশা বা ভীতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।’
এ ঘটনায় দুই পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত না হয়— এমন ভাবনা থেকেই দুই শিক্ষার্থী পরীক্ষা দিতে রাজি হয়েছেন বলে পরিবার জানিয়েছে।
Reporter : Ahmed Saju
— Asma/ Saleh/ Mehdi
Reporter Name 



























