রাজশাহী, ২১ জুন ২০২৫ –
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে বান্ধবীকে নিয়ে রাত্রিযাপন করায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৪ জুন রাতের এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী নাজমুল ইসলাম পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি মাদারীপুর জেলায়। তার সঙ্গে থাকা নারী শিক্ষার্থীও একই বিভাগের ও বর্ষের ছাত্রী।
প্রত্যক্ষদর্শী দুই শিক্ষার্থীর ভাষ্য, ঘটনার দিন ভোরে তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তারা দেখতে পান নাজমুল তার সাইকেলে এক ছাত্রীকে নিয়ে হলের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। মেয়েটির গায়ে স্কুলের শার্ট ও মাথায় ক্যাপ ছিল। তাদের সন্দেহ হলে তারা নাজমুলকে থামানোর চেষ্টা করেন, কিন্তু সে দ্রুত গতিতে সাইকেল চালিয়ে চলে যায়। দারোয়ানও থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন।
এ বিষয়ে জানতে চাইলে নাজমুল ইসলাম স্বীকার করে বলেন, ‘গত ৩ জুন আমার জন্মদিন ছিল। কেক কাটতে কাটতে রাত হয়ে যায়। সে তার মেসে ফিরতে পারবে না জানালে আমি তাকে হলে নিয়ে আসি। ওকে রাতটা থাকার জন্য শেলটার দিই। সকালে সে চলে যায়।’
তিনি আরও বলেন, ‘প্রভোস্ট স্যার আমাকে ডেকে সতর্ক করেছেন ও সিট বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন। বলেছেন, বিষয়টি আর প্রকাশ করা হবে না।’
তবে আবাসিক শিক্ষার্থীদের অনেকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “হলে এমন অনৈতিক কাজ মেনে নেওয়া যায় না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি হল প্রশাসন ও গেটম্যানের ব্যর্থতার জবাবদিহি চাই।”
হল প্রাধ্যক্ষ ড. মো. মোতাহার হোসেন বলেন, “ঘটনাটি সত্য। হলে প্রবেশের নিয়ম ভঙ্গ করায় ওই শিক্ষার্থীর সিট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি তার বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেবে।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “ঘটনাটি গুরুতর। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক : মোহাম্মদ আলী
সম্পাদনায় : তাবাসসুম/ সালেহ/ মেহেদী
Reporter Name 



























