ঢাকা, ১৫ ডিসেম্বর — বিখ্যাত অভিনেত্রী ফেন বিংবিংয়ের মতো দেখতে হতে চেয়ে নিজের মুখে ৩৭ বার প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন চীনা তরুণী হি চেংসি। খরচ করেছেন প্রায় ৮ মিলিয়ন ইউয়ান—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা। কিন্তু অভিনেত্রীর জনপ্রিয়তা কমতেই বিপদে পড়েছেন তিনিও।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, হি চেংসি শুধু নিজের নয়, তার প্রেমিকের মুখও সার্জারির মাধ্যমে ফেন বিংবিংয়ের প্রেমিকের মতো করে ফেলেছিলেন।
২০১৬ সালে ফেনের মতো চেহারা পেয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হন তিনি। ওই বছর জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকে মিডিয়ার নজরে আসেন হি। এরপর নাটক ও নানা শোতে কাজের সুযোগও পান।
সার্জারি করা চিকিৎসকদের একজন শি শিয়াওকুয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। দু’জন মিলে আসল ফেন বিংবিংয়ের বিকল্প রূপে বিভিন্ন স্থানে উপস্থিতও হতেন।
কিন্তু ২০১৮ সালে ফেন বিংবিং কর ফাঁকি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লে পরিস্থিতি বদলে যায়। অভিনেত্রীর ওপর নিষেধাজ্ঞা জারির পর ফেনের মতো দেখতে হি চেংসির কাজও বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে তার জনপ্রিয়তা হারাতে থাকে, এবং সমাজের বিদ্রূপ ও ঘৃণার শিকার হন তিনি।
শেষ পর্যন্ত অভিনয় ছেড়ে ফ্যাশন ডিজাইনে পা রাখেন হি চেংসি। তবে নিজের চেহারার কারণে এখনো তাকে ‘নকল অভিনেত্রী’ হিসেবেই দেখছে অনেকে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, ১৫ ডিসেম্বর।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
Reporter Name 



























