5:52 pm, Tuesday, 16 December 2025

সাহিত্য–কবিতা কখনো হারিয়ে যাবে না: মো. তাজ উদ্দিন

সিলেট, ১৪ ডিসেম্বর — সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. তাজ উদ্দিন বলেছেন, সাহিত্য ও কবিতা কখনো হারিয়ে যাবে না। সমাজে যা ঘটে, তার প্রতিফলন সাহিত্য–কবিতায় ফুটে ওঠে। কবি ও সাহিত্যিকরা সমাজকে নিরন্তর দিয়ে যাচ্ছেন, অথচ তাদের যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা এখনো নিশ্চিত হয়নি।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে ত্রৈমাসিক ‘উদয়ের ডাক’-এর ১৫তম সংখ্যার প্রকাশনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. তাজ উদ্দিন বলেন, সাহিত্য ও কবিতা একটি জাতির আত্মার প্রকাশ। একটি সমাজ যত বেশি সাহিত্যচর্চায় সমৃদ্ধ হবে, সেই সমাজ তত বেশি মানবিক ও মূল্যবোধসম্পন্ন হয়ে উঠবে। বর্তমান প্রজন্মকে বইমুখী করতে এবং সৃজনশীল চর্চায় উদ্বুদ্ধ করতে কবি-সাহিত্যিকদের ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের উচিত সাহিত্যচর্চাকে প্রাতিষ্ঠানিকভাবে উৎসাহ দেওয়া এবং লেখকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রৈমাসিক উদয়ের ডাক-এর সম্পাদক অধ্যাপক মোখলেসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমাদের ডাক-এর সম্পাদক আলিম উদ্দিন আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কালাম আজাদ, উদয়ের ডাক-এর প্রধান উপদেষ্টা আফতাব চৌধুরী, কবি পুলিন রায় এবং জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাহিত্য–কবিতা কখনো হারিয়ে যাবে না: মো. তাজ উদ্দিন

Update Time : 03:57:05 pm, Sunday, 14 December 2025

সিলেট, ১৪ ডিসেম্বর — সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. তাজ উদ্দিন বলেছেন, সাহিত্য ও কবিতা কখনো হারিয়ে যাবে না। সমাজে যা ঘটে, তার প্রতিফলন সাহিত্য–কবিতায় ফুটে ওঠে। কবি ও সাহিত্যিকরা সমাজকে নিরন্তর দিয়ে যাচ্ছেন, অথচ তাদের যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা এখনো নিশ্চিত হয়নি।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে ত্রৈমাসিক ‘উদয়ের ডাক’-এর ১৫তম সংখ্যার প্রকাশনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. তাজ উদ্দিন বলেন, সাহিত্য ও কবিতা একটি জাতির আত্মার প্রকাশ। একটি সমাজ যত বেশি সাহিত্যচর্চায় সমৃদ্ধ হবে, সেই সমাজ তত বেশি মানবিক ও মূল্যবোধসম্পন্ন হয়ে উঠবে। বর্তমান প্রজন্মকে বইমুখী করতে এবং সৃজনশীল চর্চায় উদ্বুদ্ধ করতে কবি-সাহিত্যিকদের ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের উচিত সাহিত্যচর্চাকে প্রাতিষ্ঠানিকভাবে উৎসাহ দেওয়া এবং লেখকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রৈমাসিক উদয়ের ডাক-এর সম্পাদক অধ্যাপক মোখলেসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমাদের ডাক-এর সম্পাদক আলিম উদ্দিন আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কালাম আজাদ, উদয়ের ডাক-এর প্রধান উপদেষ্টা আফতাব চৌধুরী, কবি পুলিন রায় এবং জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।