নিউইয়র্ক | ০৬ ডিসেম্বর ২০২৫ — নবগঠিত নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স চার্টার্ড ক্লাব-এর অভিষেক অনুষ্ঠান আজ ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, নিউইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।—খবর আইবিএন নিউজ।
গত ২৪ নভেম্বর (সোমবার) ক্লাবের প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খান, অভিষেক কমিটির কনভেনার ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন নাঈম আহমেদের নেতৃত্বে ১২ সদস্যের এক প্রতিনিধি দল মেরিয়ট হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সম্পন্ন করে।
প্রতিনিধি দলে ছিলেন—
ক্লাব সেক্রেটারি লায়ন আহমেদ সোহেল,
অভিষেক কমিটির সদস্য সচিব লায়ন আমির হোসেন কামাল,
চিফ কো-অর্ডিনেটর লায়ন মনিরুল ইসলাম,
লায়ন জামিল হোসেন,
লায়ন আনোয়ার হক,
লায়ন ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,
লায়ন মো. হুদা,
লায়ন শাহিনুর রহমান বিপ্লব,
লায়ন ইশতিয়াক রুমি,
লায়ন সাজ্জাদ রহমান খান,
দুলাল বেহেদু ও মিসেস কবরি।
নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, সংগঠিত এবং মানবসেবামূলক উদ্যোগে সমৃদ্ধ করতে এই অভিষেক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
হাকিকুল ইসলাম খোকন 



























