মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বেসরকারি ফাইবার ফ্যাক্টরির ভেতরে ফর্কলিফ্টের ধাক্কায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানের ভেতরে ভাঙচুর চালায়, যা পরে পুলিশ এবং সেনাবাহিনী হস্তক্ষেপ করে নিয়ন্ত্রণে আনে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকায় অবস্থিত রশ্মি পলি ফাইবার ফ্যাক্টরি প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক মারজিয়া খাতুন (৩৫) একই ইউনিয়নের তেপাড়া এলাকার বাসিন্দা। তিনি চার কন্যা ও এক পুত্র সন্তানের মা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কাজের সময় চলন্ত একটি ফর্কলিফ্টের নিচে চাপা পড়ে মারজিয়া খাতুন ঘটনাস্থলেই মারা যান। নিহতের সহকর্মীরা জানান, ফর্কলিফ্টটি পিছনে নেওয়ার সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। অপর আহত দুইজন—একজন নারী শ্রমিক এবং ফর্কলিফ্টের চালক—তাদের উদ্ধার করে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই কারখানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকরা অভিযোগ করেন, “নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও কর্মস্থলে অব্যবস্থাপনার কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে।” উত্তেজিত শ্রমিকরা কর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রতিবাদে অফিসের আসবাবপত্র ভাঙচুর করেন।
সংঘাত এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
ফ্যাক্টরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাইলে একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং নিহত শ্রমিকের পরিবারকে সহায়তা করা হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং শ্রমিকদের নিরাপত্তা–সংক্রান্ত অভিযোগও বিবেচনায় নেওয়া হচ্ছে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
চৌধুরী ভাষ্কর হোম 
























