জাকির হোসেন হাওলাদার | দুমকি (পটুয়াখালী) —পটুয়াখালীর দুমকি উপজেলার লোহালিয়া নদীতীরের সন্তোষদি এলাকায় অবৈধভাবে স্থাপিত ‘ফেমাস ব্রিক্স’ ইটভাটা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রোববার দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্ক্যাভেটর দিয়ে ভাটা গুঁড়িয়ে দেয়। অভিযানে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
প্রশাসন জানায়, খাসজমি ও ফসলি জমিতে পরিবেশ ছাড়পত্র ছাড়াই স্থাপিত চিমনি, চুল্লি ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। কাঁচা ইট নষ্ট করতে পানি ছিটিয়ে দেয় ফায়ার সার্ভিস। পরিবেশ বিধিমালা লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে ইট উৎপাদন ও বিক্রির অভিযোগ ছিল ভাটাটির বিরুদ্ধে।
স্থানীয় কয়েকজন জানান, ফেমাস ব্রিক্স ভাটাটি বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতার যৌথ মালিকানাধীন—এমন দাবি বহুদিন ধরেই এলাকায় প্রচলিত। তবে এ বিষয়ে মালিকপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গত বছর একই ভাটায় অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন টিমের ওপর হামলা হয়। ধাওয়া–পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও স্ক্যাভেটর চালককে মারধরের ঘটনাও ঘটে। পরে অভিযান স্থগিত করতে বাধ্য হয় প্রশাসন।
সূত্র জানায়, আংশিক উচ্ছেদের পরও মালিকরা আবার ভাটা চালু করেন। অভিযোগ নিশ্চিত হয়ে পুনরায় ভ্রাম্যমাণ আদালত চালানো হয় এবং পুরো ভাটা ভেঙে ফেলা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
জাকির হোসেন হাওলাদার 



























