সিলেট: — সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ—তাকে ভারতীয় খাসিয়ারা গুলি করে হত্যা করেছে।
রোববার (২৩ নভেম্বর) ভোরে সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের বাসিন্দা।
পরিবার জানায়, শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন জামাল। সন্ধ্যায়ও বাড়ি না ফেরায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ভোররাতে বিজিবির টহল দল সীমান্তের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ দেখতে পায়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, শনিবার রাতে জামালসহ কয়েকজন সুপারি তোলার জন্য ভারত সীমান্তে প্রবেশ করলে খাসিয়ারা গুলি চালায়। এতে জামাল গুলিবিদ্ধ হন। পরে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাঁর মৃত্যু হয়।
তিনি জানান, ভোরে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
মিনারা আজমী 

























