নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি — বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম এলাকায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনীর সদস্যসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ সীমান্তের মংজয় পাড়ায় ঘোরাফেরা করতে দেখে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর সদস্যরা তাদের আটক করে।
আটকদের মধ্যে একজন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং বাকী চারজন বিজিপি সদস্য—এমন দাবি করেছেন আটক ব্যক্তিরা নিজেদের পরিচয় দিতে গিয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন।
তিনি বলেন, বাংলাদেশ ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। পরিচয় যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আটক পাঁচজন বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
মাহমুদুল হাসান 



























