পটুয়াখালী প্রতিবেদক — পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিক্ষার্থীদের বক্তৃতা, কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
দুপুর ২টায় অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের শহীদ জিয়াউর রহমানের জীবনী নিয়ে রচিত বই ও ক্রেস্ট বিতরণ করেন।
এক আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
রেজিস্ট্রার ড. মো. ইকতিয়ার উদ্দিন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন ড. মোহাম্মদ আতিকুর রহমান, ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো: মামুন অর রশিদ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো: আবুবকর সিদ্দিক, ডেপুটি রেজিস্ট্রার মো: শাহজালাল, খায়রুল বাশার মিয়া, এম. রিয়াজ কাঞ্চন
সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
জাকির হোসেন হাওলাদার 


























